1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাসের অপেক্ষায় নিশিকোরি

৬ সেপ্টেম্বর ২০১৪

৮১ বছর পর প্রথম জাপানি হিসেবে ইউএস ওপেন পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন কাই নিশিকোরি৷ শনিবার বিশ্বসেরা নোভাক জোকোভিচের মুখোমুখি হচ্ছেন নতুন ইতিহাস গড়ার আশায়৷

https://p.dw.com/p/1D7nI
US Open-Tennismeisterschaft 2014 Kei Nishikori
ছবি: Getty Images/J. Finney

অন্য সেমিফাইনালে রজার ফেডারারের প্রতিপক্ষ মারিন সিলিচ৷ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফেডারার এবং জোকোভিচ ভক্তরা যখন তাঁদের প্রিয় তারকার আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয় দেখার অপেক্ষায়, তখন জাপানের মানুষ অন্য স্বপ্নে বিভোর৷ তাঁদের নতুন ইতিহাসের সাক্ষী হবার সুযোগ এনে দিয়েছেন কাই নিশিকোরি৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্ট্যান ওয়াওরিংকাকে পাঁচ সেটের ম্যারাথন এক লড়াইয়ে হারিয়ে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম একক ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে তিনি৷

Kei Nishikori Japan Tennis Australian Open
নিশিকোরির জন্ম দক্ষিণ জাপানের শিমানে প্রদেশেছবি: REUTERS

নিশিকোরির জন্ম দক্ষিণ জাপানের শিমানে প্রদেশে৷ বয়স ২৪৷ তাঁর দিকেই তাকিয়ে জাপান৷ কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের পুরুষ এককে জাপানের কাউকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৩৩ সালে৷ সেবার উইম্বলডন সেমিফাইনালে উঠেছিলেন জিরো সাটো৷ মাত্র ২৬ বছর বয়সে সাটো আত্মহত্যা করায় তারপর থেকে ৮১টি বছর অপেক্ষায় কাটাতে হলো জাপানকে৷

অবশেষে ইউএস ওপেন সেমি ফাইনালে উঠে সে অপেক্ষার অবসান ঘটালেন কাই নিশিকোরি৷ বিশ্বের তাবৎ টেনিস অনুরাগীর মতো নিশিকোরির বাবা কিয়োশিও মনে করেন, সেমিফাইনালে জোকোভিচের জয়ের সম্ভাবনা অনেক বেশি৷ নিশিকোরির অনভিজ্ঞতা তো রয়েছেই, পাঁচ সেটের কোয়ার্টার ফাইনালের ধকলও গেছে শরীরের ওপর দিয়ে৷ তাই জাপানের আশাহি পত্রিকাকে কিয়োশি বলেছেন, কোয়ার্টার ফাইনালের পর ‘কাই' এ ম্যাচও জিতলে সেটা তাঁর কাছে অলৌকিক ঘটনার মতো মনে হবে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য