1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছেন কাকা

৭ আগস্ট ২০১০

রিয়াল মাদ্রিদ তারকা কাকা বলেছেন বিশ্ব কাপ শুরুর আগে থেকেই তাঁর বাম হাঁটুতে সমস্যা ছিল৷ আর এই সমস্যার কারণে সৃষ্ট ইনজুরি এখন তাঁকে তিন থেকে চার মাস মাঠে নামতে দেবে না৷

https://p.dw.com/p/OeaS
কাকা, ফুটবল, ব্রাজিল, kaka, Football,
ফাইল ছবিছবি: AP

শনিবার স্পেনের একটি সংবাদপত্রকে এই ব্রাজিলীয় খেলোয়াড় বলেছেন, বেশ কিছুদিন ধরেই হাঁটুটা সমস্যা করছিল৷ তবে সেটা যে এতো সিরিয়াস তা বুঝতে পারিনি৷ তাই প্রথমে আমি খুবই আশ্চর্য হয়েছি৷ কাকা বলেন, আমি সবসময়ই কুঁচকিতে টান ধরার চিকিৎসা করে এসেছি, যেন এটি অন্যান্য অংশে পেশির ভারসাম্যহীনতা সৃষ্টি করতে না পারে৷ কিন্তু তখনও আমি জানতাম না যে বিষয়টি এত মারাত্মক৷ কাকা বলেন, আমি এই হাঁটুতে ব্যাথা বোধ করতাম, এমনকি বিশ্ব কাপের আগেও৷

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের এক ঘোষণায় বলা হয়েছে, ২৮ বছর বয়সি এই খেলোয়াড়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে বেলজিয়ামে৷ এবং এই কারণে তিন থেকে চারমাস তাঁকে খেলা বন্ধ রাখতে হবে৷ শুক্রবার কাকা বেলজিয়াম থেকে মাদ্রিদে ফিরে যান৷

২০০৯-এর গ্রীষ্মে ৬৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে কাকা এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসেন৷ এখন এই ইনজুরির পর কাকা বলেন, আমি খারাপ মানুষ নই৷ জনগণের বিশ্বাস এখন আমার খুবই প্রয়োজন৷ কাকা বলেন, আরো চারমাস মাঠ থেকে দূরে থাকা আমার জন্যে এক দুঃস্বপ্ন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই