1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনফ্লুয়েঞ্জা

জাহিদুল হক২৩ জুলাই ২০১৫

বাংলাদেশের মানুষ সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে৷ তবে প্রকোপটা বেশি দেখা যায় জুলাই আর আগস্ট মাসে৷

https://p.dw.com/p/1G2cw
Schutz vor Virus
ছবি: drubig-photo/Fotolia

সাধারণত যাঁরা দুর্বল স্বাস্থ্যের অধিকারী তাঁরাই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন৷ কারণ যাঁরা স্বাস্থ্যবান, অর্থাৎ যাঁদের শরীরে ‘ইমিউন' বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাঁদের শরীর এই ভাইরাসকে নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে পারে৷

দিনের তাপমাত্রা হঠাৎ করে ওঠানামার কারণে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে৷ ফলে জ্বর, শরীর ব্যাথা, বমি ও খেতে না পারা, নাকে পানি আসা ও খুসখুসে কাশি হতে পারে৷

সোয়াইন ফ্লু নিয়ে বাংলাদেশের প্রস্তুতি

সোয়াইন ফ্লু নিয়ে প্রথমে আলোচনা শুরু হয় ২০০৯ সালে৷ সেই সময়ে সারা বিশ্বেই এটি আলোচিত বিষয় ছিল৷ বাংলাদেশেও তখন মানুষের মধ্যে এই রোগ নিয়ে ভীতি তৈরি হয়েছিল৷ কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন৷ এখন এই রোগের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে বাংলাদেশে৷ এছাড়া সোয়াইন ফ্লু প্রতিরোধে পর্যাপ্ত ওষুধও সরকারের কাছে আছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান৷

তবে শুধু সোয়াইন ফ্লু নয়, আফ্রিকায় গত বছর আরেকটি ফ্লু বেশ সমস্যা তৈরি করেছিল৷ সেটা হচ্ছে ইবোলা৷ তখন থেকেই বাংলাদেশ সরকার প্রস্তুতি নিয়ে চিকিৎসকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে৷ গত বছর প্রায় ৬ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্সকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য