1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলো ক্ষোভের তৃতীয় ভিডিও

১৭ জানুয়ারি ২০১৭

প্রথমে আসে এক বিএসএফ কনস্টেবল-এর ভিডিও; তারপর এক সিআরপিএফ কনস্টেবল-এর ভিডিও; এবার একটি তৃতীয় ভিডিও-তে সেনাবাহিনীর এক জওয়ান পাঞ্জাবি ভাষায় তাঁর দুঃখের কাহিনি শুনিয়েছেন৷

https://p.dw.com/p/2VtmF
পাকিস্তান সীমান্তে এক ভারতীয় সেনা
ছবি: Getty Images/AFP/N. Nanu

দিন চারেক আগে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কনস্টেবল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন, যাতে সিআরপিএফ সদস্যদের খাবার-দাবার সম্পর্কে অভিযোগ করা হয়েছে, এছাড়া সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সমান বেতন চাওয়া হয়েছে৷ পরে জানা যায় যে, সংশ্লিষ্ট সিআরপিএফ সদস্যের নাম জিত সিং৷

এর কয়েকদিন আগেই সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সের কনস্টেবল তেজ বাহাদুর যাদব একটি ভিডিও-য় জম্মু-কাশ্মীরে বিএসএফ সদস্যদের যে ধরণের খাবার দেওয়া হয়ে থাকে, সে সম্পর্কে অভিযোগ করেন৷ ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ এবার বেরিয়েছে একটি তৃতীয় ভিডিও৷

এই ভিডিও-য় এক শিখ সৈন্য তাঁর সতীর্থদের মধ্যে দাঁড়িয়ে পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি সুরে গান গেয়ে তাদের দুঃখের কথা বলছেন৷ এখানেও আর্মির খাবার নিয়ে অভিযোগ: শহরে তাজ হোটেলে গিয়ে যারা খাবার খান, তাদের সঙ্গে জওয়ানদের খাবারের তুলনা৷ দ্বিতীয় বড় অভিযোগ হলো: ছুটি পাওয়া নিয়ে অসুবিধা৷

ফেসবুকে পোস্ট করা ভিডিওটিতে সৈনিকটি গাইছেন, ‘‘আজ দশ মাস হয়ে গেল, আমি ছুটি পাই না৷ (আমার স্ত্রীর) চোখের জল সব ঝরে গিয়েছে৷ আমাদের একজনকে যে বিয়ে করে, সে বুঝতে পারে না, তার বিয়ে হয়েছে নাকি হয়নি৷'' রাজনীতিকদের সম্পর্কে সৈনিকটি তার গানে মন্তব্য করেছেন, ‘‘ওঁরা পরস্পরকে গুডনাইট বলে শুতে যান, আমরা সীমান্তে দীপাবলী পালন করি৷'' রাজনীতিকরা সেনাবাহিনীর জওয়ানদের অবস্থা পুরোপুরি উপলব্ধি করেন না, বলে শিখ জওয়ানটি তাঁর গানে অভিযোগ করেছেন৷

অপরদিকে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সৈন্যদের সোশ্যাল মিডিয়ায় তাদের অভাব-অভিযোগ প্রকাশ করায় আদৌ সন্তুষ্ট নন এবং তা নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন৷

এসি/ডিজি

বন্ধু, বিষয়টি নিয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷