1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের যৌন অপব্যবহারের ছবি

২১ জুলাই ২০১৭

যে ৬৭ জন ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়, তারা একটি ইন্টারনেট প্ল্যাটফর্মে শিশুদের যৌন অপব্যবহারের ছবি শেয়ার করছিল, সন্দেহ পুলিশের৷ জার্মানিতে এর আগেও ডার্কনেটে চাইল্ড পর্নোগ্রাফির ব্যাপারে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়৷

https://p.dw.com/p/2gvNS
প্রতীকী ছবিছবি: picture alliance/dpa

বৃহস্পতিবার পুলিশের তদন্তকারীরা জানান যে, জুলাই মাসে প্রায় দু'সপ্তাহ ধরে অভিযান চলে৷ সন্দেহভাজন ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৮০ – তারা নাকি চ্যাটস্টেপ নামের অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের যৌন অপব্যবহারের ভিডিও ও ছবি শেয়ার করছিল৷

চ্যাটস্টেপ-এর অপারেটর সংস্থার ‘‘অত্যন্ত ভালো সহযোগিতার'' ফলে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়েছে, বলে পুলিশ জানায়৷ যুক্তরাষ্ট্র ভিত্তিক অপরাপর সার্ভিস প্রোভাইডারদের মতো চ্যাটস্টেপও‘চাইল্ড অ্যাবিউজ' সংক্রান্ত ছবির কথা কর্তৃপক্ষকে জানাতে বাধ্য৷

৫ই জুলাই থেকে ১৯শে জুলাই অবধি প্রধানত নিম্ন স্যাক্সনি ও হেসে রাজ্যে তল্লাসি চালানো হয় – তবে কারোকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি৷

ডার্কনেট

জুলাই মাসে ইতিপূর্বে এলিসিয়াম নামের একটি ডার্কনেট শেয়ারিং প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশ বেশ কয়েক সপ্তাহ ধরে তদন্ত চালিয়ে ইউরোপ জুড়ে ১৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ছিল এলিসিয়াম প্ল্যাটফর্মটির সম্ভাব্য অপারেটর, এক ৩৯ বছর বয়সি জার্মান, যাকে ১২ই জুন তারিখে মধ্য জার্মানির হেসে রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় ও তার ফ্ল্যাট থেকে তার সার্ভারটি বাজেয়াপ্ত করা হয়৷

এলিসিয়াম প্ল্যাটফর্মটি একাধিক ভাষায় চলার ফলে বিভিন্ন দেশে মোট ৮৭,০০০ সদস্য সংগ্রহ করেছিল৷ তবে ইউজারদের অধিকাংশ ছিল জার্মানি বা অস্ট্রিয়ার নাগরিক৷ এলিসিয়ামের সদস্যরা যে শুধু শিশুদের যৌন ও শারীরিক নির্বাচনের ছবি ও ভিডিও আদানপ্রদান করত, শুধু তাই নয়, সাইটটি শিশুদের যৌন অপব্যবহারের উদ্দেশ্যে পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাতের জন্যও ব্যবহার করা হত, বলে ফেডারাল পুলিশ জানিয়েছিল৷

শিশু বলতে সবে হাঁটতে শিখেছে, এমন বাচ্চারাও ছিল, বলে পুলিশের বিবরণে প্রকাশ৷

এলিসিয়াম সাইটটি ২০১৬ সালের শেষের দিকে চালু হয় ও শুধু ডার্কনেটে তা অ্যাক্সেস করা সম্ভব ছিল৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য