1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় আগুন

২১ জুন ২০১৩

কত সহজে পরিবেশ দূষণ হতে পারে এবং হলে খুব অল্প সময়ে কত ধরণের সমস্যা হতে পারে তা টের পাচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়া৷ আগুন লেগেছে ইন্দোনেশিয়ার বনাঞ্চলে আর মহাবিপদে পড়েছে প্রতিবেশী দুই দেশ৷

https://p.dw.com/p/18tgU
An aerial view of haze covering Indonesia's Riau province June 20, 2013. Singapore called on Thursday for "definitive action" from Indonesia as air quality stuck at very unhealthy levels for a second day because of forest fires in its neighbour, disrupting businesses in the prosperous city-state. REUTERS/Beawiharta (INDONESIA - Tags: ENVIRONMENT DISASTER)
Indonesien Waldbrände Riau Provinz 20.06.2013ছবি: Reuters

আগুন যেখানে লাগে বিপদ সেখানে হবেই – তাই ইন্দোনেশিয়া এখন আর সেভাবে সংবাদ শিরোনামে নেই৷ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিপদ বরং বেশি হয়েছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার৷ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ৷ বিমান চলাচলে সমস্যা এমনই যে  কোথাও কোথাও আকাশপথের যান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা বিমানের ওড়া এবং নেমে আসার সময় স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিয়েছে৷ ব্যবসা-বাণিজ্যেও পড়েছে আরেক দেশের আগুনের প্রভাব৷

Fire rages through rainforest on the island of Borneo in Indonesia on Wednesday August 20 1997. The blaze is one of hundreds that have raged across Indonesia during a prolonged drought. Firefighters suspect many of the fires have been deliberately lit to clear land for farming. (AP Photo/Jonathan Head)
আগুন যেখানে লাগে বিপদ সেখানে হবেই – তাই ইন্দোনেশিয়া এখন আর সেভাবে সংবাদ শিরোনামে নেইছবি: AP

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানগুলোকে উড্ডয়ন এবং অবতরণের জন্য বাড়তি সময় দিতে বাধ্য হয়েছে৷ না দিয়ে উপায় নেই৷ ধোঁয়া আকাশের এমন অবস্থা করেছে যে, ভালো করে পথ দেখাই মুশকিল৷ বেশ কিছু নির্মাণ প্রতিষ্ঠানও পড়েছে সমস্যায়৷ ধোঁয়াচ্ছন্ন পরিবেশে কাজ করা দায়, তাই শ্রমিকরা কোথাও কোথাও প্রায় বেকার৷ ম্যাকডোনাল্ডসের বার্গার যাঁদের খুব পছন্দ, তাঁদের অনেকে প্রিয় খাবারটি খেতে পারেননি৷ ইন্দোনেশিয়া থেকে উড়ে আসা ধোঁয়ার বাড়াবাড়িতে অফিস বা বাড়ি বাড়ি গিয়ে খাবার সরবরাহ আপাতত বন্ধ রেখেছে ম্যাকডোনাল্ডস৷

মালয়েশিয়ার অবস্থাও খুব সুবিধার নয়৷ সে দেশের একটি বিমানবন্দর তো বিমানে রপ্তানিযোগ্য পণ্য পরিবহনই বন্ধ করে দিয়েছে৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য