1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ার ‘আচে' প্রদেশে শরিয়া কার্যকর করছে ইসলামী পুলিশ

৩ ফেব্রুয়ারি ২০১০

স্কুটার চালানোর সময় মাথায় হেলমেট পরে ‘ইউলি'৷ এমনকি বেশ ধীরে ধীরেই চালায়৷ কখনই বেশি ‘স্পিড' নেয় না৷ কিন্তু তারপরও, তাকে থামতে হয়৷ অপরাধ - তার পরনে ‘জিন্স' এবং আঁটো-সাঁটো ব্লাউজ৷

https://p.dw.com/p/LqGA
শরিয়া অনুযায়ী না চললে পুলিশের হস্তক্ষেপ নিয়মিত ঘটনাছবি: AP

এই একবিংশ শতাব্দিতেও এ ধরণের পোশাক নাকি ‘ইসলাম-বিরোধী'৷ ইন্দোনেশিয়ার ‘আচে' প্রদেশে জারি হওয়া শরিয়া আইন কিন্তু সে রকম কথাই বলে৷ তাই কি আর করা ? খাকি-পোশাক পরা পুলিশের সামনে লজ্জায় মুখ লাল করে স্কুটার থেকে নেমে যায় ইউলি৷ কোন রকম কথা কাটাকাটি তো দূরের ব্যাপার, বরং উল্টে তাকে প্রতিশ্রুতি দিতে হয় যে, শীঘ্রই শরিয়া অনুযায়ী পোশাক কিনবে সে৷

এহেন ঘটনা আচে'তে একটা নয়৷ অজস্র৷ নারী-পুরুষ নির্বিশেষে হামেশাই মানুষকে দাঁড় করিয়ে হেনস্থা করছে ‘নৈতিকতার এই রক্ষীরা'৷ যদিও ছোট প্যান্ট বা শর্টস পরার জন্য এখনও পর্যন্ত মাত্র তিনজন পুরুষকে আটক করেছে প্রাদেশিক পুলিশ, জানান কমান্ডার হালি মারজুকি৷ তাঁর কথায়, শরিয়া আইন অনুযায়ী মহিলাদের মুখ এবং হাত দেখানো শাস্তিমূলক৷ শুধু তাই নয়, আচে'তে মদ্যপান, জুয়া, অবৈধ যৌন সম্পর্ক ইত্যাদি বে-আইনী বলে ধার্য করেছে আদালত৷ তাই বিবাহিত প্রাপ্তবয়স্করা যদি অবৈধ কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের পাথর ছুড়ে মারা তো বটেই, মৃত্যুদণ্ড-ও দেওয়া যেতে পারে৷ এছাড়া, অবিবাহিত, ব্যভিচারী এবং সমকামীদের জন্য রয়েছে আরো শক্ত শাস্তি৷ আচে'র নতুন আইনে বে-আইনী যৌন সম্পর্কের জন্য তাদের ১০০ বেতের বাড়ি দেওয়া হবে৷ তারওপর ১০০ গ্রাম খাঁটি সোনাও দিতে হবে তাদের৷

অর্থাৎ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আচে'তে দেখা যায় এক অন্য চিত্র৷ মূল ভূখণ্ড থেকে ভিন্ন৷ একেবারে অন্য এক জগত৷ অথচ, ২৩৪ মিলিয়ন মানুষের দেশ ইন্দোনেশিয়ায় সবাই যে চরমপন্থী ইসলামে বিশ্বাসী - তা কিন্তু নয়৷ বরং ইন্দোনেশিয়ার বেশিরভাগ মুসলমানই অত্যন্ত আধুনিক এবং নরমপন্থী৷ এছাড়া, ঐতিহাসিকভাবেও ইন্দোনেশিয়া'তে রয়েছে মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান, এমনকি হিন্দুদের সহাবস্থানের ইতিকথা৷

কিন্তু ‘ইউলি'-র কথায়, শরিয়া চালু হওয়ায় আচে হয়ত অচিরেই পাকিস্তানের রূপ নেবে ! উল্লেখ্য, আচে একটি স্বায়ত্ত্বশাসিত প্রদেশ, যেখানে ইসলামী বা শরিয়া আইন চালু করা হয়েছে৷ ২০০২ সালে স্বায়ত্তশাসন চুক্তির অংশ হিসাবে এ আইন চালু হয়৷ জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র৷

প্রতিবেদক : দেবারতি গুহ, সম্পাদনা : সঞ্জীব বর্মন