1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় এখন ‘জকোউই’ রাজ

রোক্সানা ইসাবেল ডুয়ের/এসি২১ অক্টোবর ২০১৪

দেশের নতুন প্রেসিডেন্ট জকো উইডোডো এক জনপ্রিয়, এবং সেই সঙ্গে বাস্তববাদী সংস্কারপন্থি৷ এককালে আসবাবপত্রের ব্যবসা করতেন৷ গত জুলাই মাসের শেষে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন৷

https://p.dw.com/p/1DYpk
Indonesien Neuer Präsident Joko Widodo 20.10.2014
নতুন প্রেসিডেন্ট জকো উইডোডো বা ‘‘জকোউই’’ (লাল টাই পরে)ছবি: Bay Ismoyo/AFP/Getty Images

বিশ্বের বৃহত্তম মুসলমান অধ্যুষিত দেশে সুহার্তোর একনায়কতন্ত্রের পর এটি ছিল তৃতীয়বার সরাসরি রাষ্ট্রপ্রধান নির্বাচন৷ গত ২০শে অক্টোবর ‘জকোউই' ইন্দোনেশিয়ার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন৷ ফার্নিচার ব্যবসায়ী থেকে দেশের প্রেসিডেন্ট পদ অবধি পৌঁছেছেন জকো উইডোডো৷ বাটিক শার্ট পরে সাক্ষাৎকার দিচ্ছেন৷ বলছেন: ‘‘কোলোনের ঠান্ডা আবহাওয়া আমার খুব ভালো লেগেছিল৷ ১৬ বছর আগে আমি প্রথম ওখানকার আন্তর্জাতিক আসবাব প্রদর্শনীতে যাই৷''

হালকা মেজাজে গল্প করছেন, যেন কোনো তাড়া নেই – যত তাড়া, সব তাঁর পারিষদবর্গের কিংবা উপদেষ্টাদের৷ এর কিছু আগেই তিনি জাকার্তার অফিস পাড়ার একটি মেট্রো স্টেশনে কনস্ট্রাকশন ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছেন৷ এই হলো জকোউই-র প্রখ্যাত ‘‘ব্লুসুকান'' বা অঘোষিত পরিদর্শন – এভাবেই তিনি সরকারি কার্যালয় থেকে শুরু করে বস্তি কিংবা কনস্ট্রাকশন সাইটে না-বলে, না-কয়ে উদয় হন৷ সেখানে গিয়ে দেখেন, সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা; মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন৷

Indonesien Autofabrik 2014
প্রেসিডেন্ট জকো উইডোডোর অ্যাজেন্ডার একেবারে ওপরে রয়েছে অর্থনৈতিক উন্নয়নছবি: Bay Ismoyo/AFP/Getty Images

‘‘উনি আমাদের একজন''

সোলো শহরের মেয়র এবং পরে জাকার্তার গভর্নর হিসেবে এই সব অঘোষিত সফর ছিল জকো উইডোডোর দৈনন্দিন কর্মসূচির অঙ্গ৷ ‘‘জকোউই'' যে মাটির কাছাকাছি এক বাস্তববাদী সংস্কারপন্থি বলে পরিচিত, তাঁর এই ঝটিতি সফরগুলিও তার একটি ভিত্তি৷ এছাড়া ইন্দোনেশিয়ার অপরাপর প্রেসিডেন্টদের মতো জকোউই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিক ওপরমহলের সদস্য নন৷ পড়াশুনো করেছিলেন বনবিজ্ঞান নিয়ে৷ মধ্যবিত্ত পরিবারের সন্তান জকোউই ইন্দোনেশিয়ার কোটি কোটি মানুষের কাছে আদর্শ৷

জকোউই তাত্ত্বিক নন, কাজের মানুষ: ‘‘আমরা আমাদের আমলাতন্ত্রের সংস্কার করব....সেইভাবেই আমরা দীর্ঘমেয়াদি অনুমোদন প্রক্রিয়া সহজ করব, যার ফলে শিল্পসংস্থাগুলির উপকার হবে৷'' নয়ত জকোউই-র সামনে সংস্কারের তালিকা খুব ছোট নয়: বাজেট সংস্কার, আমলাতন্ত্র হ্রাস, দুর্নীতি দমন, অবকাঠামোর আধুনিকীকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার বুনিয়াদি সংস্কার৷ জকোউই-র একটি নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বিনা ‘ফি'-তে স্কুল শিক্ষা ও নিখর্চার স্বাস্থ্য ব্যবস্থা৷

টানাপোড়েন

টানাপোড়েন না বলে শক্তিপরীক্ষাও বলা চলতে পারে, কেননা জকোউই তাঁর কর্মকালের সূচনাতেই যে পদক্ষেপটি নিতে চান, তা হলো: ইন্দোনেশিয়ায় পেট্রোলের উপর বিপুল ভরতুকি অন্তত কিছুটা কমানো৷ এই ভরতুকির দরুণ ইন্দোনেশিয়ায় পেট্রোলের দাম সম্ভবত গোটা এশিয়ায় সবচেয়ে কম৷ কিন্ত পেট্রোলের ভরতুকি কমাতে গেলেই – অর্থাৎ পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা দেখলেই জনতা প্রতিবাদে ফেটে পড়বে৷ প্রেসিডেন্ট পদে জকোউই-র পূর্বসূরিও একাধিকবার ঐ প্রচেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য