1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে

৭ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বুধবার ভোরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে৷ এতে এখন পর্যন্ত ৯৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের সেনাপ্রধান৷ তবে এই সংখ্যা বাড়বে বলে মনে করছেন তিনি৷

https://p.dw.com/p/2Tsgg
Indonesien Erdbeben Sumatra Banda Aceh
ক্ষতিগ্রস্ত একটি মসজিদছবি: Getty Images/AFP/Z. Muttaqien

আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ১৭০ কিলোমিটার দূরের পিডি জায়া শহরে ফজরের নামাজের আগে ভূমিকম্পটি আঘাত হানে৷ এতে শত শত বাড়িঘর ও মসজিদ ভেঙে পড়েছে৷

আচেহর সেনাপ্রধান তাতাং সুলাইমান বার্তা সংস্থা এএফপিকে ৯৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন৷ এদিকে, অন্তত ২৭০ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পূর্ব৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি৷

Karte Map Infografik Erdbeben Sumatra Aceh Reuleuet ENG

ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়াদের বের করার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা৷

পিডি জায়া শহরের একমাত্র হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে৷ সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের সামনে ঘাসের ওপরও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে৷ বাকিদের পার্শ্ববর্তী শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

বেঁচে যাওয়াদের ত্রাণ দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, কারণ, ভূমিকম্পে অনেক দোকান ধসে গেছে৷ তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী রান্নাঘর বসিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে৷

পুতেহ মানাফ নামের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলছেন, ভূমিকম্পের কারণে বিভিন্ন ইসলামি বোর্ডিং স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ভূমিকম্পপ্রবণ দেশ

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে৷ গত জুনে সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৬.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য