1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইমরান হাশমির নতুন ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই

২৪ জুলাই ২০১০

বলিউডে এখন কমেডি ছবির জয়জয়কার৷ দর্শকদের হাসাতে একের পর এক তৈরি হচ্ছে কমেডি ছবি৷ যার সর্বশেষ সংযোজন তেরে বিন লাদেন৷ তবে ভিন্ন স্বাদ দিতে আসছে ইমরান হাশমির নতুন থ্রিলার ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই৷

https://p.dw.com/p/OTXP
Emraan Hashmi
বলিউড অভিনেতা ইমরান হাশমিছবি: AP

এর আগেও দুয়েকটি হাসির ছবি করেছিলেন ইমরান হাশমি৷ যেমন সেলিনা জেটলির সঙ্গে জোয়ানি দিওয়ানি, ইশা শারওয়ানির সঙ্গে গুড বয় ব্যাড বয়৷ কিন্তু সেগুলো বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি৷ তাই আবারও তার নিজ পরিচিত ভূমিকায় ফিরে এসেছেন৷ সিরিয়াস, একটু রহস্যময় এই ধরণের চরিত্রেই দর্শকরা ইমরান হাশমিকে দেখে অভ্যস্ত৷ নতুন ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই তেও তেমন চরিত্রেই থাকছেন তিনি৷ আসলে নিজের চেহারাটাই নাকি এমন, তাই লোকজনও তাকে এই ধরণের চরিত্রে দেখতে চায়, বলে জানালেন বলিউডের নামকরা অভিনেতা হাশমি৷ তিনি বলেন, দাড়ি না কামানো পর্যন্ত পরিচালকরা আমার ব্যক্তিত্বের অন্ধকার দিকটিই তুলে ধরতে বাধ্য হয়৷

Celina Jaitley
সেলিনা জেটলির সঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমিছবি: UNI

নতুন ছবির কাহিনী সম্পর্কে হাশমি জানালেন, এটা একটি থ্রিলার ছবি, যেখানে দেখানো হবে এককালের মুম্বাইয়ের গ্যাংস্টার এবং অপরাধ জগতের চিত্র৷ আন্ডারওয়ার্ল্ডের এইসব অপরাধীকে আমরা এখন যেভাবে দেখি তখন তাদের চিত্র ভিন্ন ছিল, জানালেন তিনি৷

বলিউডে এখন যেভাবে কমেডি ছবির জোয়ার চলছে, তাতে এই ধরণের থ্রিলার ছবির প্রয়োজন ছিল বলে জানিয়েছেন ইমরান হাশমি৷ এজন্য বলিউড হর্তাকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, বলিউডে যখন কোন একটি ধারা তৈরি হয়, তখন সবাই সেটির মধ্যে হাবুডুবু খেতে থাকে৷ একটি কমেডি ছবি ভালো করল, তখন বাকি সবাই কমেডি বানানো শুরু করল৷ গত কয়েক বছর ধরে এভাবে চলে আসছে৷ কিন্তু ভেবে দেখুন একজন দর্শকের কথা, যে মাসের পর মাস কেবল কমেডি ছবি গিলে যাচ্ছে৷ এভাবে এক পর্যায়ে একঘেয়েমি চলে আসে, বললেন ইমরান হাশমি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী