1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে একদিনে বিশটি ধারাবাহিক বোমা হামলা

২৬ আগস্ট ২০১০

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের শেষ লগ্নে আবারও উত্তপ্ত বাগদাদসহ বিভিন্ন শহর৷ বুধবার দশটি শহরে মূলত পুলিশকে লক্ষ্য করে হামলা হয়৷ ফলে গত দু’বছরের মধ্যে এই মাসটিই নিরাপত্তা কর্মীদের জন্য সবচেয়ে ভয়াবহ সময়ে পরিণত হয়েছে৷

https://p.dw.com/p/Owc8
Iraqi, police, bombing, Karbala, Baghdad, Iraq, ইরাক, বোমা, হামলা
কারবালা শহরে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনছবি: AP

বুধবার ইরাকের বাগদাদ, মসুল, কিরকুক, রামাদি, তিকরিত, কুত, বসরা, ফালুজাসহ দশটি শহরে মূলত নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিশটিরও বেশি বোমা হামলা চালানো হয়৷ এসব হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জার্মান বার্তা সংস্থা - ডিপিএ৷ আহত হয়েছে প্রায় দুই শ' মানুষ৷ নিহতদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য রয়েছে৷ এছাড়া আহতদের ৯০ জনই পুলিশ সদস্য বলে খবরে প্রকাশ৷

এসব হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরাকিয়া লিস্ট দলের সাংসদ ফালাহ হাসান জায়দান আল হাইবি৷ তিনি বলেন, ‘‘আজকের বোমা হামলাসমূহ দেশের নিরাপত্তা পরিস্থিতির চরম সংকটের কথাই জানিয়ে দিয়েছে৷'' এমনকি ইরাকের নিরাপত্তা কর্মীরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার দায়িত্ব নিতে সক্ষম - ওয়াশিংটনের এমন কথার সাথে দ্বিমত পোষণ করেন আল হাইবি৷

অবশ্য, বুধবারের ধারাবাহিক বোমা হামলার পরও ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র৷ ওয়াশিংটনে সরকারি মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘‘ইরাকের বিভিন্ন উপগোষ্ঠী দেশটির পট পরিবর্তনের এই উদ্যোগটিকে নস্যাৎ করার জন্য প্রয়াস চালাবে এমনটি আগে থেকেই অনুমান করা গেছে৷ তাছাড়া ইতিমধ্যে সেখানে যে অগ্রগতি হয়েছে তা নষ্ট করার জন্যও চেষ্টা করছে তারা৷ তবে সার্বিকভাবে সেখানে সহিংসতা কমে আসছে এবং স্থিতিশীলতা বাড়ছে৷'' উল্লেখ্য, মাত্র একদিন আগেই আমেরিকা ঘোষণা করেছে যে, বর্তমানে ইরাকে মার্কিন সৈন্যসংখ্যা ৫০ হাজারেরও কম৷ আর ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধের পর থেকে সেখানে নিয়োজিত মার্কিন সৈন্যের এটিই নিম্নতম সংখ্যা৷

এদিকে, ইরাক থেকে আমেরিকার সকল কমব্যাট সৈন্য প্রত্যাহার উপলক্ষ্যে আগামী মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেবেন তিনি৷ এছাড়া একইদিনে টেক্সাসের ফোর্ট ব্লিস পরিদর্শন করবেন ওবামা বলে জানিয়েছে হোয়াইট হাউস৷ সাধারণত বড় ধরণের কোন প্রেক্ষাপটেই মার্কিন নেতারা ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন৷ প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিস থেকে দ্বিতীয় বার ভাষণ দিতে যাচ্ছেন ওবামা৷ ফলে এটিকে ইরাক যুদ্ধ অবসানের ঐতিহাসিক ঘোষণা হিসেবে দেখা হবে বলে বিশ্লেষকরা মনে করছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী