1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত কমপক্ষে ৫৭

২৭ মার্চ ২০১০

ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফলের সঙ্গে আরো যে খবরটি প্রচার হচ্ছে. তা হলো জোড়া বোমা হামলা৷ একদিকে নির্বাচনের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, অন্যদিকে বোমা হামলায় রক্তাক্ত বাগদাদ, বাড়ছে মৃতের সংখ্যা৷

https://p.dw.com/p/Mfs9
ইরাকের নিরাপত্তা নিয়ে উদ্বেগছবি: AP

ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের উত্তরে জোড়া বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৭ জন, আহত ৭৩ জন৷ শুক্রবার সন্ধ্যায় খালিশ শহরের ব্যস্ত এলাকায় একটি রেস্তোরার বাইরে প্রথম বিস্ফোরণটি ঘটে৷ এটি ছিল একটি বিস্ফোরক ভর্তি গাড়ি, যাকে এককথায় বলা হয় গাড়ি বোমা৷ এর কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একই জায়গায় কিন্তু সামান্য ব্যবধানে৷ পুলিশের তথ্য অনুযায়ী দ্বিতীয় বোমাটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল৷

প্রাথমিকভাবে যে খবর প্রকাশ পায় তাতে বলা হয়েছিল জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪০৷ কিন্তু শনিবার পুলিশ নিহতের নতুন যে সংখ্যা বলছে সেটি ৫৭ জন৷

শুক্রবার ইরাকের সাধারণ নির্বাচনের ভোটাভুটির ফলাফল প্রকাশের প্রাক্কালেই এই বোমা বিস্ফোরণ ঘটলো৷ ফলে ইরাকের নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে৷

এদিকে, ১০০ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে ইরাকের সাতই মার্চের নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাউয়ির নেতৃত্বাধীন জোট ইরাকিয়া, পেয়েছে ৯১টি আসন৷ আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির জোট পেয়েছে ৮৯ টি আসন৷ অবশ্য নির্বাচনের এই ফল মেনে নিতে রাজি নন মালিকি৷ আর তাই ভোট পুণরায় হাতে গোনার দাবি নিয়ে আদালতে যাবার সিদ্ধান্ত নিয়েছে তাঁর জোট৷ ইরাকের সাধারণ মানুষের মধ্যেও ফলাফল নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷ এক ভোটার জানালেন, নির্বাচনের ফলাফল সুখকর নয়৷ আমরা এই ফলে সন্তুষ্ট নই, অনেক ভোট ভুল জায়গায় গিয়েছে৷ আর তাই, আমরা পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি৷

অপর আরেকজনের মতে, সৃষ্টিকর্তার ইচ্ছায় পরিস্থিতি ভালো হবে, কারণ আলাউয়ি জয়লাভ করেছে৷ আমি আশা করছি এই জোট খুব দ্রুত নতুন সরকার গঠনে সমর্থ হবে৷

এদিকে, দৃশ্যত বিজয়ী আলাউয়ির জোট সরকার গঠনের জন্য ইতিমধ্যেই শরিক খুঁজতে শুরু করেছেন৷ প্রতিদ্বন্দ্বী মালিকির সঙ্গে ব্যবধান খুব কম হওয়ায় জোট সরকার গঠনের এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরেও চলতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা৷ যদিও আলাউয়ি জানিয়েছেন, অবশ্যই শক্তিশালী সরকার গঠন করা হবে, যারা ইরাকের সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে৷ ইরাকে শান্তি এবং স্থিতিশীলতা বয়ে আনবে নতুন সরকার৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার