1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে ভোট পুনর্গণনার দাবি প্রত্যাখ্যান

২২ মার্চ ২০১০

ইরাকে ৭ মার্চে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷ তাঁর এই দাবি নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন৷

https://p.dw.com/p/MYoL
ফাইল ছবিছবি: AP

নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত ৯৫ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে, ইয়াদ আলাওয়ির জোট ১১,০০০ ভোটে মালিকির জোটকে ছাড়িয়ে যাচ্ছে৷ নতুন এ ফল প্রকাশের পরই মালিকি ভোট পুনর্গণনার এ দাবি জানালেন৷ মালিকি বলেন, গণতান্ত্রিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে কিছু রাজনৈতিক দল ভোট পুনর্গণনার দাবি তুলেছে৷ তিনি বলেন, ‘‘আমি উচ্চ নির্বাচন কমিশনকে অবিলম্বে ওই দলগুলোর দাবি পূরণের অনুরোধ জানিয়েছি৷ যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটে এবং সহিংসতার পুনরাবৃত্তি এড়ানো যায়৷''

তবে মজার বিষয় হচ্ছে, মাত্র এক সপ্তাহ আগে যখন মালিকির জোট ভোটের ফলাফলে কিছুটা এগিয়ে ছিল তখন তিনিই বলেছিলেন যে, ‘‘নির্বাচনী অভিযোগমালা এর ফলাফলে কোন প্রভাব ফেলবে না৷'' কিন্তু যেই মুহূর্তে মালিকির জোট প্রতিপক্ষের চেয়ে কম ভোট পেয়েছে বলে ফলাফলে দেখা যাচ্ছে তখনই তিনি সুর পাল্টিয়ে ফেললেন৷ তবে মালিকির সাথে সাথে তাঁর জোটের পক্ষের রাজনীতিক ১০টি প্রদেশের গভর্নরও ভোট পুনর্গণনার দাবি তুলেছেন৷ এছাড়া দাবির পক্ষে নাজাফ নগরীর রাজপথে শত শত বিক্ষোভকারীকে দেখা গেছে রবিবার৷ ইরাকের রাষ্ট্রপ্রধান জালাল তালাবানিও রবিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশনকে কয়েকটি প্রদেশে ভোট পুনর্গণনার অনুরোধ জানান৷

Wahlen in den Irak Flash-Galerie
ভোটের ফলাফল তৈরির কাজে ব্যস্ত নির্বাচন কমিশন (ফাইল ছবি)ছবি: AP

অবশ্য, দেশটির স্বাধীন নির্বাচন কমিশন হাতে ভোট গণনার এসব দাবি নাকচ করে দিয়ে বলেছে, এটা অত্যন্ত দীর্ঘ সময় ক্ষেপণ করবে৷ কমিশনের প্রধান ফারাজ আল হায়দারি বলেছেন, ‘‘আমাদের পক্ষ থেকে নিখুঁতভাবে যাচাই করার পর ভোট গণনার ফলাফলের সিডি আমরা সকল রাজনৈতিক গোষ্ঠীর কাছে পাঠিয়েছি৷ তাই কেউ কোথাও ত্রুটি লক্ষ্য করলে, সেই নির্দিষ্ট কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আবেদন করতে পারে, কিন্তু গোটা দেশজুড়ে ভোট পুনর্গণনার জন্য নয়৷''

হায়দারি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘কিছু মানুষ সারা শহর কিংবা সারা দেশের ভোট পুনর্গণনার কথা বলছেন, সেক্ষেত্রে বিষয়টি এমন দাঁড়ায় যে, আবার নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে৷'' এছাড়া মালিকির প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াদ আলাওয়ির নেতৃত্বাধীন ‘ইরাকিয়া' জোটের পক্ষ থেকেও ভোট পুনর্গণনার দাবি নাকচ করে দেওয়া হয়েছে৷ তারা এটিকে নির্বাচন কমিশনের উপর একটি হুমকি হিসেবে অভিহিত করেছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম