1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা তৎপরতা

২৫ জুন ২০১৪

সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর হামলা এখনো চলছে৷ তাদের ঠেকাতে এখনো ব্যর্থ ইরাকি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সেনা উপদেষ্টারা৷ আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, ইরাকে শান্তি আনতে পারে ক্ষমতায় সর্বস্তরের অংশগ্রহণ৷

https://p.dw.com/p/1CPmE
Irak 21.06.2014
ছবি: Getty Images/Afp

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইরাক সরকার সে দেশের সব গোষ্ঠীর মতামতের ভিত্তিতে দেশ পরিচালনায় দীর্ঘদিন ধরেই ব্যর্থ৷ জার্মান সংসদে তিনি বলেন, ‘‘আমরা ইরাকে এমন সরকার চাই, যার মাধ্যমে সে দেশের সব অংশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে৷ কিন্তু বছরের পর বছর ধরে আমি দেখে চলেছে যে, তা হচ্ছে না৷''

ইরাকে শিয়া আর সুন্নিদের মধ্যেই মতের মিল এবং সে অনুযায়ী দেশ পরিচালনার ন্যূনতম সম্ভাবনাও তৈরি হয়নি৷ আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর মদদপুষ্ট সুন্নিদের জঙ্গি সংগঠন আইএসআইএস বুধবারও ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলের জন্য হামলা চালায়৷ তবে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে সে প্রয়াস এবারও ব্যর্থ হয়েছে৷ এছাড়া সেনাবাহিনীর তৎপরতা আপাতত শিয়া অধ্যুষিত এলাকাগুলো রক্ষা করার চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ৷ ধারণা করা হয়, ইরাক জুড়ে আইএসআইএস-এর কম পক্ষে দশ হাজার প্রশিক্ষিত সদস্য রয়েছে৷ তাদের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর বড় রকমের কোনো যুদ্ধ পরিকল্পনার আভাস এখনো পাওয়া যায়নি৷

Merkel wartet auf Vucic 11.06.2014 Berlin
জার্মান চ্যান্সেলার বলেছেন, ‘‘আমরা ইরাকে এমন সরকার চাই, যার মাধ্যমে সে দেশের সব অংশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে৷’’ছবি: picture-alliance/dpa

এদিকে আইএসআইএস-এর হামলা থেকে বাগদাদ এবং ইরাকের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল রক্ষায় সেনাবাহিনীকে মদদ জোগাতে মার্কিন সেনা উপদেষ্টারা কাজ শুরু করেছেন৷ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ৩০০ সেনা উপদেষ্টা ইরাকে রয়েছেন৷ পেন্টাগন জানিয়েছে, সেনা উপদেষ্টাদের মূল কাজ হবে ইরাকের সেনাবাহিনীর ক্ষমতা এবং তৎপরতা বিশ্লেষণ করে কার্যকর যুদ্ধপরিকল্পনা প্রণয়ন করা৷ তবে মার্কিন সেনা উপদেষ্টারা কতদিন ইরাকে থাকবেন, সে সম্পর্কে পেন্টাগন কিছু জানায়নি৷

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কুর্দি নেতা মাসুদ বারাজানির সঙ্গে বৈঠক করেন৷ ইরবিলে অনুষ্ঠিত বৈঠক শেষে কেরি বলেন, ‘‘ইরাকের জন্য এখন পরিস্থিতি খুব জটিল৷'' ইরাকে কুর্দিরা এখনো নিজেদের এলাকা নিজেদের দখলে রাখতে পেরেছে৷ এর বাইরে দেশের উত্তর এবং দক্ষিণের বড় একটা অংশ দখল করে নিয়েছে আইএসআইএস৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য