1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে দোষারোপ করলেন ইউকিয়া আমানো

১ মার্চ ২০১০

ভিয়েনায় জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র নতুন প্রধান ইউকিয়া আমানো ইরানকে এই বলে দোষারোপ করেছে যে, ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তদন্তকাজে যথেষ্ট সহযোগিতা করছেনা৷

https://p.dw.com/p/MGS3
ইউকিয়া আমানোছবি: AP

সোমবার সংস্থার বোর্ড অফ গভর্নর্স-এর বৈঠকের শুরুতে দেয়া ভাষণে আমানো বলেন, ইরানকে একটি পরমাণু গবেষণা রিঅ্যাক্টরের জন্য জ্বালানি সরবরাহের বিষয়ে জাতিসংঘের মধ্যস্থতায় গৃহীত আপোশরফাটি এখনও আলোচনা টেবিলে রয়েছে৷ অবশ্য তিনি অভিযোগ করে একথাও বলেন যে, ‘‘ইরানের সব পারমাণবিক কর্মকান্ডই যে শান্তিপূর্ণ এটা আমরা এখনো নিশ্চিত করতে পারছিনা৷ তার কারণ, ইরান তাঁদের সংস্থার সঙ্গে সহযোগিতা করছে না৷''

এই শীর্ষ জাপানি কূটনীতিক বলেন, আইএইএ'র বোর্ড অফ গভরর্নর্স এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন এই প্রয়োজনীয় সহযোগিতার অন্যতম প্রধান দিক৷ এছাড়াও ইরানকে এজেন্সির পরিদর্শকদের হঠাৎ হঠাৎ করে পরিদর্শন করতে দিতে হবে, আইএইএ'কে আগেভাগেই জানিয়ে দিতে হবে কোনো পরমাণু প্রকল্প নির্মাণের পরিকল্পনার কথা৷

উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নতুন প্রধান হিসেবে আমানো দায়িত্ব নেন পয়লা ডিসেম্বর৷ বারাদেই-এর উত্তরসূরি হিসেবে তিনি এই দায়িত্ব হাতে নেন৷ আমানো উদ্বেগ প্রকাশ করে বলেন, তেহরান সম্ভবত একটি পারমাণবিক ওয়ারহেড নিয়ে কাজ করছে৷ তিনি নিশ্চিতভাবে জানান, তেহরান উচ্চতর মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে যা তত্ত্বগত দিক থেকে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি৷

রবিবারই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি-খামেনেই আইএইএ'র নিরপেক্ষতার অভাব রয়েছে বলে অভিযোগ তোলেন৷ এরই মাঝে সোমবার ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার জানিয়ে দেন যে, ইরান শীঘ্রই কাসেদ-১ নামের ২০০০পাউন্ড ওজনের গাইডেড বোমার এক নতুন সংস্করণের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে৷ আধা সরকারি ফার্স বার্তা সংস্থা বিমান বাহিনীর সর্বাধিনায়ক হাসান শাহসাফি-র উদ্ধৃতি দিয়ে এই খবর দেয়৷

ভিয়েনায় আইএইএ'র বৈঠকের এই সময়ে ইরানের এহেন ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করবে সন্দেহ নেই৷

প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা : দেবারতি গুহ