1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের উপর ই ইউ-এর কড়া নিষেধাজ্ঞা আরোপ

২৭ জুলাই ২০১০

ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টাতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷ এদিকে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপের প্রশংসা করেছে৷

https://p.dw.com/p/OVIQ
ইরানের পারমাণবিক প্রকল্পছবি: AP

ইরানের উপর এটি ইউরোপীয় ইউনিয়নের এপর্যন্ত আরোপ করা সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা৷ কানাডাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷ ইইউ-এর নিষেধাজ্ঞা আরোপের আওতায় সামরিক ও বেসামরিক পণ্যের বাণিজ্যের উপর বিধিনিষেধ চালু হতে যাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ইরান থেকে আসা পণ্যবাহী বিমান নামতে দেয়া হবে না৷ এছাড়াও ইরানের গ্যাস ও পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগ বন্ধ করা হবে৷ ইউরোপীয় ইউনিয়নের মতো অটোয়াও ইরানের জ্বালানি ও ব্যাংকিং খাতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷

তবে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পর প্রথম প্রতিক্রিয়ায় ইরান বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপ ব্যর্থ হবে৷ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত-এর বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যম বলেছে, ''এই নিষেধাজ্ঞা কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে না, এবং তারা শুধুই পরিস্থিতি জটিল করছে৷''

অন্যদিকে ভিন্ন আরেকটি খবর হচ্ছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে তেহরান বলেছে, তাদের পারমাণবিক জ্বালানি বিনিময় সংক্রান্ত আলোচনার টেবিলে কোন শর্ত ছাড়াই ফিরে যেতে প্রস্তুত তারা৷

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চেষ্টায় দেশটির তেল ও গ্যাস শিল্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র৷ দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেছেন, ''জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে আমাদের ইউরোপ ও কানাডার পার্টনাররা যে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানায়৷'' তিনি বলেন, নতুন এবং ইতোমধ্যে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে এই পদক্ষেপ একত্রিত হবে৷ বিশ্বে বিরাজমান কোম্পানিগুলো ইরানের সঙ্গে ব্যবসা করতে অস্বীকার করার পর এই নিষেধাজ্ঞার ফলাফল কী দাঁড়ায় আমরা তা দেখতে শুরু করেছি৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন৷ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে তেহরান অস্বীকার করার পর, জুনে আরোপিত জাতিসংঘের চতুর্থ দফা নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হবে এই নতুন নিষেধাজ্ঞা৷ আর এর কয়েক ঘণ্টার মধ্যে কানাডাও ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই