1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে ছয় দেশের সমঝোতা বৈঠক

৯ এপ্রিল ২০১০

ইরানের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা শুরু করেছে বিশ্বের ছয় শক্তিধর দেশ৷ নিউইয়র্কে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় এই আলোচনা৷ জাতিসংঘে চীনের প্রতিনিধি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতার বিষয় বলে মন্তব্য করেছেন৷

https://p.dw.com/p/MrGL
ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা (ফাইল ছবি)ছবি: AP

ইরানের পরমাণু কর্মসূচি সম্প্রসারণের কাজে জড়িত থাকার সন্দেহে দেশটির বিপ্লবী প্রহরী বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য আমেরিকা, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া এবং জার্মানির প্রতিনিধিবৃন্দ এতে অংশ নিচ্ছেন৷

মূলত শান্তিপূর্ণ কাজের জন্য পরমাণু কর্মসূচি এমন বক্তব্যের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে বলে অভিযোগ তোলা হচ্ছে ইরানের বিরুদ্ধে৷ আর আন্তর্জাতিক গোষ্ঠীর আহ্বানের প্রতি তোয়াক্কা না করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালু রাখা এবং এই সংক্রান্ত আলোচনায় না বসার জন্যই ইরানের বিরুদ্ধে নতুন করে আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবছে ছয় বিশ্ব শক্তি৷

মূলত পরমাণু কর্মসূচি চালু রাখার অভিযোগে ইতিমধ্যেই তেহরানের উপর তিনদফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ এসব নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে অন্যান্য দেশের সাথে চীনের সমর্থন থাকলেও নতুন করে নিষেধাজ্ঞা আরোপে বরাবরই উল্টো অবস্থান চীনের৷ তাই জাতিসংঘে নিযুক্ত নতুন চীনা প্রতিনিধি লি বাউডঙ্গের প্রতি একটু বিশেষ দৃষ্টি বিশ্লেষকদের৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক উপ-উপদেষ্টা বেন রডসও তাই বিশেষভাবে উল্লেখ করলেন চীনের কথা৷ তিনি বলেন, ‘‘নিউইয়র্কে নিষেধাজ্ঞা বিষয়ক সমঝোতা বৈঠকে চীন সক্রিয় সহযোগী৷''

বৃহস্পতিবারের বৈঠক শুরুর আগে, বাউডঙ্গ এটাকে গুরুত্বপূর্ণ সমঝোতার বিষয় বলে উল্লেখ করেন৷ এদিকে, জাতিসংঘে মার্কিন প্রতিনিধি সুসান রাইস সাংবাদিকদের বলেন, ‘‘এই সমঝোতা আলোচনা ঠিক কখন সম্পন্ন হবে সেই ব্যাপারে আমি ধারণা করতে পারি না৷ তবে এটি দ্রুত সম্পন্ন করার জন্যই আমরা কাজ করছি৷ বসন্তেই কয়েক সপ্তাহের মধ্যেই তা হতে পারে বলে আশা করি৷'' বৈঠকে বেশ কিছু গঠনমূলক প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি৷

অন্যদিকে, নিষেধাজ্ঞা এড়াতে ইরান তার পরমাণু কর্মসূচির বিরোধীদের কাছে নতজানু হবে না৷ ইরানের রাষ্ট্রপ্রধান মাহমুদ আহমদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন৷ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে নতুন পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করার পর আহমাদিনেজাদ এ কথা বললেন৷

আহমাদিনেজাদ বলেন, ইরান নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টায় নামার পরিবর্তে বরং এর মধ্য থেকেই নতুন সুযোগ খোঁজার চেষ্টা নেবে৷ সরকারি সংবাদ সংস্থা ইরনা'কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ বলেন, নিষেধাজ্ঞা কিংবা হুমকিকে আমরা স্বাগত জানাই না৷ কিন্তু যেসব দেশ আমাদের নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তাদের এই উদ্যোগ এড়াতে আমরা কখনও কাকুতি-মিনতি করব না৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী