1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু আলোচনায় ইতিবাচক সাড়া

৭ ডিসেম্বর ২০১০

ইরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তির পরমাণু আলোচনা চলছে সুইজারল্যান্ডে৷ শুরুর দিনের আলোচনা শেষে আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি কোন দেশই৷ তবে বার্তা সংস্থাগুলোর বিভিন্ন সূত্র জানাচ্ছে, আলোচনা ছিল গঠনমূলক, অন্তরঙ্গ৷

https://p.dw.com/p/QR8N
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই যত বিপত্তি (ফাইল ফটো)ছবি: AP

জেনেভায় দীর্ঘ আলোচনা

সোমবার বেশ দীর্ঘ আলোচনায় বসেন ইরান এবং ছয় দেশের প্রতিনিধিরা৷ সকাল দশটা থেকে আলোচনা চলে রাত সাড়ে ন'টা পর্যন্ত৷ বার্তা সংস্থা এএফপি'র একাধিক সূত্র জানাচ্ছে, প্রথম দিনের আলোচনা ইতিবাচক৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা প্রতিনিধি জানিয়েছেন, শুরুটা আশাব্যাঞ্জক, গঠনমূলক এবং সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে৷

আলোচনায় ইসরায়েল

ইরানের পরমাণু ইস্যুর ক্ষেত্রে দু'পক্ষের অবস্থান পরস্পর বিরোধী৷ ইরানের দাবি, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু সমৃদ্ধকরণের দিকে এগুচ্ছে সেদেশ৷ তবে পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইরান আসলে শান্তিপূর্ণ ব্যবহারের নামে পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই ধাবিত হচ্ছে৷ তাই প্রায় এক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের প্রতিনিধিদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসে ইরান৷ শুরুর দিন ইসরায়েল সম্পর্কে ইরান তাদের উদ্বেগের কথা জানিয়েছে৷ ইরানি প্রতিনিধিদলের আশঙ্কা তাদের পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালাতে পারে ইসরায়েল৷ তাই, এধরনের কিছু থেকে ইসরায়েলকে বিরত রাখতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরানি প্রতিনিধিরা৷ তবে, হামলা হলে উপযুক্ত জবাবের ব্যাপারে সতর্ক করছে ইরান৷

সমঝোতা নয় আস্থাই আপাত লক্ষ্য

আসলে ইরান বা পশ্চিমা পক্ষ কেউই জেনেভায় দু'দিনের আলোচনা থেকে বিশাল কোন সাফল্য আশা করছে না৷ তবে, দুই পক্ষই এই আলোচনায় আস্থা আনতে চায় এবং পরবর্তী আলোচনার পথ প্রশস্ত করতে চায়৷

এদিকে, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক বিধিনিষেধ মনে চললে এবং যথেষ্ট স্বচ্ছতা নিশ্চিত করলে সেদেশকে সহায়তার ঘোষণা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ বিশেষ করে পরমাণু শক্তির বেসামরিক ব্যবহারে জার্মানির সহায়তা পাবে ইরান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য