1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু সংকট নিরসনে সক্রিয়তা বেড়েছে চীনের

১ এপ্রিল ২০১০

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে চীন রাজি কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ তবে, এ বিষয়ে চীনের সক্রিয়তা বেড়েছে নিঃসন্দেহে৷

https://p.dw.com/p/Ml2q

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ নিয়ে ফোনে কথা বলেছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সঙ্গে৷ ইরানের শীর্ষ পরমাণু আলোচকও এখন বেইজিংয়ে৷

গত ক'দিন ধরেই যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়ে আসছে চীনের ওপর চতুর্থ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপে ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা দেখা গেছে বিশ্ব শক্তিগুলোর মধ্যে৷ রাশিয়া রাজি, প্রায় রাজি চীনও৷ এমনটাই আলোচনার বিষয় আন্তর্জাতিক অঙ্গনে৷

এ অবস্থার প্রেক্ষিতেই বৃহস্পতিবার এ বিষয়ে মুখ খুলেছে চীন৷ তবে, এ নিয়ে গুরুতর আলোচনায় বসার কথা জানালেও চীন স্পষ্ট করে বলেনি ইরানের ওপর নিষেধাজ্ঞায় তাদের মত আছে কি না৷ বরং বরাবরের মতোই চীন বলেছে শান্তিপূর্ণ সমাধান চায় তারা৷

রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা সবসময় যেমনটা করেছি, তেমনি একটা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাবো৷'' একইসঙ্গে তিনি বলেন, এই সংকট ‘‘কূটনৈতিক পথে'' নিরসন করতে হবে৷

ওদিকে, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আগামী ১২ ও ১৩ই এপ্রিল ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘পরমাণু নিরাপত্তা' সম্মেলনে যোগ দেবেন বলেও জানান চীনা মুখপাত্র৷ ওবামার সঙ্গে হু জিনতাও-এর দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা না জানালেও অন্যান্য ইস্যুর সঙ্গে ইরান সংকট নিয়েও তারা কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷

ইরানের পরমাণু সংকটে চীন যে আগের যে কোনো সময়ের চেয়ে সক্রিয় রয়েছে তা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে৷ ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সঙ্গে একযোগে কাজ করা জার্মানিও যোগ দিয়েছে এই তৎপরতায়৷ বৃহস্পতিবারও দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল টেলিফোন করেছিলেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও-কে৷ ইরান নিয়ে অচলাবস্থা নিরসনে তাঁদের মধ্যে ‘‘বিশদ ও বন্ধুত্বপূর্ণ আলাপ'' হয়েছে বলে জানিয়েছে জার্মান সরকারের এক মুখপাত্র৷

ওদিকে, ইরানের শীর্ষ পরমাণু আলোচক সায়ীদ জলিলি গিয়েছেন বেইজিংয়ে৷ চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ জলিলি'র এ সফরও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুসারে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিতর্কে ক্রমেই জোরালো ভূমিকা রাখছে চীন৷

এদিকে, নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতাসম্পন্ন আরেক দেশ রাশিয়া বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে ইরান অচলাবস্থা নিরসনে ‘‘সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা'' আরোপে প্রস্তুত তারা৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক