1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের বিরুদ্ধে আবারো শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার প্রস্তাব

১৯ মে ২০১০

জাতিসংঘের খসড়া প্রস্তাবে ট্যাঙ্ক, জঙ্গি বিমান এবং যুদ্ধ জাহাজ ছাড়াও আরো পাঁচ রকমের ভারি অস্ত্রশস্ত্র, কোন দেশ যাতে ইরানের কাছে বিক্রি করতে না পারে, তার ব্যবস্থা রাখা হয়েছে৷

https://p.dw.com/p/NROx
ইরানের দক্ষিণাঞ্চলের পারমাণবিক প্রকল্প (ফাইল ফটো)ছবি: dpa

ইরানের পারমাণবিক কর্মসূচীর বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘের পাঁচটি ভেটো শক্তি এবং জার্মানি৷ এদিকে চীন বলেছে, ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যদি নেয়া হয়ও, তাহলেও তেহরানের সঙ্গে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যাপারটি কোন প্রভাব ফেলবে না৷

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে দেশটির ওপর চতুর্থ বারের মত জাতিসংঘের শাস্তিমূলক ব্যবস্থা আরোপের পরিকল্পনা করা হচ্ছে৷ এই সম্পর্কিত জোরালো খসড়া প্রস্তাবে পাঁচ ভেটো শক্তির একমত হবার কথা ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷

UN-Sicherheitsrat berät in Kenia über Sudan
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)ছবি: AP

নতুন প্রস্তাবের অন্যান্য পদক্ষেপের মধ্যে জোর দেয়া হচ্ছে, পণ্যবাহি জাহাজ পরিদর্শন এবং ইরানের ব্যাংকগুলোর ওপরে বাধানিষেধের ওপর৷ জাতিসংঘের খসড়া প্রস্তাবে ট্যাঙ্ক, জঙ্গি বিমান এবং যুদ্ধ জাহাজ ছাড়াও আরো পাঁচ রকমের ভারি অস্ত্রশস্ত্র, কোন দেশ যাতে ইরানের কাছে বিক্রি করতে না পারে, তার ব্যবস্থা রাখা হয়েছে৷ নিরাপত্তা পরিষদ ইরানের ক্ষমতাধর রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করবে এবং সামরিক, অর্থনৈতিক ও সন্দেহভাজন পারমাণবিক কর্মসূচীর সঙ্গে জড়িত জাহাজ চলাচল কমাতে চাইবে৷ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচী যে শান্তিপূর্ণ এবং এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে না, এই সম্পর্কিত বিরাজমান উদ্বেগ প্রশমনে ইরান সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই নতুন পদক্ষেপ নেওয়া হবে৷

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্যে ইরান সম্প্রতি তুরস্কের সঙ্গে পারমাণবিক রসদ বিনিময় চুক্তি করেছে৷ তুরস্কের সঙ্গে ইরানের এই চুক্তিতে সহায়তা করেছে ব্রাজিল৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ব্রাজিল এবং তুরস্কও রয়েছে৷ তবে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তাবটি নিয়ে দেশ দুটি রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেছে৷ এদিকে খসড়া নিয়ে এই মুহুর্তে কথা বলতে অস্বীকার করেছে ব্রাজিল৷

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া এবং চীন থাকলেও, এই দেশ দুটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা৷ তবে এবার রাশিয়া এবং চীন অন্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো এবং জার্মানির মতই ইরানের ওপর অবরোধ আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী