1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে কার্যক্রম শুরু হলো সাইবার পুলিশের

২৪ জানুয়ারি ২০১১

ইন্টারনেট অপরাধ দমন করতে এবার ইরানের রাজধানী তেহরানে শুরু হলো সাইবার পুলিশের কার্যক্রম৷ পর্যায়ক্রমে এই পুলিশ ইউনিট দেশব্যাপী কাজ করবে৷

https://p.dw.com/p/101Yw
ছবি: Behzad Keshmiripour

সরকার বিরোধী আন্দোলনে ইন্টারনেট বিশেষ করে সামাজিক গণযোগাযোগ ওয়েবসাইটগুলোর ব্যবহার বেড়ে যায় ইরানে৷ এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেখানকার রাজনৈতিক অবস্থার খবরাখবর পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে৷ ইরান সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে৷ ইতিমধ্যে সেখানে সরকার বিরোধী সমর্থকদের এ সব প্রচারণার জন্য আটক এবং শাস্তিও দেয়া হয়েছে৷

ইন্টারনেট ব্যবহার করে সেখানকার আইন বিরোধী কার্যক্রম ঠেকাতে তাই গতকাল রবিবার থেকে রাজধানী তেহরান থেকে চালু হয়েছে সাইবার পুলিশের কার্যক্রম৷ আগামী কিছুদিনের মধ্যে দেশের সকল থানায় মোতায়েন করা হবে এই পুলিশ ইউনিট৷

ইরানী পুলিশের প্রধান ইসমাইল আহমেদি ২০০৯ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে বিভিন্ন ব্যক্তির কার্যক্রমের নিন্দা করে বলেন, সে সময় এই সব সাইটগুলোর মাধ্যমে বিরুদ্ধবাদী এবং ষড়যন্ত্রকারীরা একজন অন্যজনের সঙ্গে যোগাযোগ চালাতো৷ সেই সঙ্গে তারা বিদেশের সঙ্গেও যোগাযোগ রাখতো৷ এ সব কার্যক্রমের ফলে সে সময়ের বিক্ষোভ বেশ মাথা চাড়া দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন৷ তিনি বলেন, এই সকল অপরাধ দমন করতেই সাইবার পুলিশ৷

এখানে উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ পুনঃনির্বাচিত হওয়ার বিরোধীতাকারীরা দেশ জুড়ে বিক্ষোভ করেন এবং তাদের আন্দোলনের অন্যতম যোগাযোগে মাধ্যম ছিল সমাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো৷

এদিকে, আর ভোররাতে ২০০৯ এর আন্দোলনের যোগ দেয়া এবং পরে পুলিশের হাতে আটক বিরোধী দলের দুই সদস্যের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী