1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে গ্রেপ্তারের খবর

Abdullah Al-Farooq২ মার্চ ২০১০

খ্যাতিমান ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বিরোধি ওয়েবসাইটগুলো৷

https://p.dw.com/p/MHmQ
জাফর পানাহিছবি: DW/Picture alliance

সোমবার রাতে তাঁর বাড়ি থেকে স্ত্রী, এক মেয়ে এবং পনেরো জন অতিথিসহ পানাহিকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে পানাহ পানাহি৷

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন' এবং বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সিলভার বিয়ার' এর মতো পুরস্কার জেতা পানাহি ইরানে অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তিনি দেশটির কট্টরপন্থি রাষ্ট্রীয় নীতির প্রকাশ্য সমালোচক৷ গত বছরের বিতর্কিত নির্বাচনের সময় বিরোধি নেতা মীর হুসেইন মুসাভিকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকারের রোষানলে পড়েন৷

মুসাভি সমর্থক ‘রাহেসাবাজ' ওয়েবসাইটকে মঙ্গলবার তাঁর ছেলে পানাহ পানাহি জানান, ‘‘সোমবার রাত ১০টার দিকে বেশ কয়েকজন সাদা পোশাকের এজেন্ট বাসায় ঢুকে পড়ে৷'' তিনি জানান, এসময় তাঁর মা, বোন এবং বাড়িতে উপস্থিত ১৫জন অতিথিসহ বাবা জাফর পানাহি আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন সরকারি এজেন্টরা৷ নিরাপত্তা কর্মকর্তারা বাড়িতে তল্লাশি চালিয়ে কম্পিউটারসহ অন্যান্য কিছু জিনিসপত্র জব্দ করেছে বলেও জানান তিনি৷

তবে, ইরান সরকারের পক্ষ থেকে পানাহিকে গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ দেশটির সরকারি বার্তা মাধ্যমগুলোও এ বিষয়ে কিছু জানায়নি৷

এর আগে নির্বাচনোত্তর সহিংসতার সময়ে হত্যাকাণ্ডের শিকার বিক্ষোভকারী নেদা আগা সুলতানের শেষকৃত্যে যোগ দেওয়ার কারণে গত বছর পানাহিকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল৷

Jasmila Zbanic Flash-Galerie
জাফর পানাহি, বামে, ২০০৬ সালে ‘অফসাইড' পরিচালনার জন্য বার্লিনালের ‘সিলভার বিয়ার' পুরস্কার জেতেনছবি: picture-alliance/dpa

ফেব্রুয়ারি মাসে বার্লিন চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্র নিয়ে আলোচনার জন্য বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা থাকলেও দেশত্যাগে সরকারি নিষেধাজ্ঞার কারণে বার্লিনে আসতে পারেন নি পানাহি৷ ক্যানাডায় মন্ট্রিয়াল চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে যোগ দেওয়ার সময়ে সবুজ পোশাক পরে মীর হুসেইন মুসাভির ‘গ্রিন মুভমেন্টকে' প্রকাশ্য সমর্থন দেওয়ার অপরাধে পানাহির ওপর ওই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আহমাদিনেজাদের সরকার৷

ইরানের দমনমূলক রাষ্ট্রীয় আইন কানুন এবং রক্ষণশীল সমাজের নির্মম বাস্তবতার চিত্র পাওয়া যায় পানাহির চলচ্চিত্রে৷ ফুটবল মাঠে দর্শক হিসেবে নারীদের প্রবেশাধিকার নেই ইরানে৷ এ অবস্থায় জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা দেখতে কিছু তরুণী পুরুষের ছদ্মবেশে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়ে পানাহির ছবি ‘অফসাইড'৷ ২০০৬ সালে ‘অফসাইড' পরিচালনার জন্য বার্লিনালের ‘সিলভার বিয়ার' পুরস্কার জেতেন পানাহি৷ ২০০০ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন' জেতে পানাহির ‘ক্রিমসন গোল্ড'৷

কিন্তু, আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হলেও পানাহির বেশিরভাগ ছবিরই প্রদর্শনী নিষিদ্ধ ইরানের প্রেক্ষাগৃহগুলোতে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক