1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় চলছে ফিলিস্তিনি নিধন

১০ জুলাই ২০১৪

গাজায় বিমান হামলা আরো জোরদার করেছে ইসরায়েল৷ হামলায় এ পর্যন্ত অন্তত ৬৬ জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে এক পরিবারের পাঁচ শিশুসহ আটজনও রয়েছে৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাস রকেট হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে৷

https://p.dw.com/p/1CZK2
ছবি: Reuters

বিমান হামলা আরো জোরদার করার পাশাপাশি প্রয়োজনে তাঁর দেশের পদাতিক বাহিনী গাজার দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়ানহু৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন অবশ্য ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷ মিশরসহ কয়েকটি দেশ গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ ইসরায়েলের হামলায় আহতদের সুচিকিৎসার স্বার্থে উত্তর সিনাইয়ের সব হাসপাতাল খোলা রেখেছে মিশর৷ সিনাই সীমান্তও খুলে দিয়েছে দেশটি৷

মঙ্গলবার থেকে চলছে গাজার ওপর ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান হামলা৷ বৃহস্পতিবার ভোরে হামাসের অন্তত ৩০০টি ছোট-বড় ঘাঁটির ওপর হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি৷ তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অভিযোগ, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে সাধারণ জনগণের ওপর হামলা চালাচ্ছে৷ বুধবার রামাল্লায় অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বলেন, ‘‘এ যুদ্ধ হামাস বা অন্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা পুরোপুরি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ৷ এটা গণহত্যা৷ এক পরিবারের সবাইকে মেরে ফেলা অবশ্যই গণহত্যার নামান্তর৷''

Israel Angriff auf Gaza 09.07.2014
ইসরায়েলের হামলায় এক পরিবারের পাঁচ শিশুসহ আটজন মারা গেছেছবি: Reuters

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন দিনের হামলায় ফিলিস্তিনে এ পর্যন্ত অন্তত ৬৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫০ জনই সাধারণ মানুষ৷ বৃহস্পতিবারের হামলায় দক্ষিণ গাজার খান ইউনুসের একটি বাড়ি প্রায় ধ্বংস হয়ে যায়৷ ওই বাড়ির পাঁচ শিশুসহ আটজন মারা গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ এ সময় একই অঞ্চলের একটি কফি দোকানেও আটজন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন৷

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ‘ইসলামি জঙ্গি সংগঠন' হামাসের রকেট হামলাও চলছে৷ হামাসের হামলার জবাবে বিমান হামলার তীব্রতাও বাড়িয়ে চলেছে ইসরায়েল৷ বৃহস্পতিবার ভোরে গাজার অন্তত ৩০০ লক্ষ্যবিন্দুতে হামলা চালানো হয়৷ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লেরনার জানান, গত তিনদিনে সব মিলিয়ে হামাসের ৭৫০ ঘাঁটির ওপর হামলা চালিয়েছে তারা৷

গাজার ওপর হামলা বন্ধ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়ানহু৷ হামলা আরো জোরদার করার পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ইসরায়েলের সাধারণ মানুষদের লক্ষ্য করে রকেট ছোড়ার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে৷ অভিযানের ব্যাপকতা আরো বাড়বে৷ আমাদের শহরগুলোর দিকে রকেট ছোড়া বন্ধ না হওয়া পর্যন্ত, শহরগুলোতে শান্তি না ফেরা পর্যন্ত এ হামলা চলবে৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য