1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পক্ষে’ এক তৃতীয়াংশ জার্মান

২১ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি-দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপে জানা গেছে এ তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷

https://p.dw.com/p/1E7wh
PEGIDA-Demonstration in Dresden
ছবি: Reuters/H. Hanschke

জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট' বা পেগিডা আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷

যদিও মনে করা হয়, পেগিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷

পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধীতা করছে৷'' পেগিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷

পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷

প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেগিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড' হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷

এআই/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য