1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলাম মানে শান্তি

৬ আগস্ট ২০১৫

ব্রিটেনে বসবাসরত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মইনুদ্দীনের বিরুদ্ধে আইএস জঙ্গি তৈরিতে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে৷ তবে জার্মানিতে আইএস-এর সে দেশে আক্রমণের হুমকির বিষয়টি নিয়েই চলছে আলোচনা৷

https://p.dw.com/p/1GBCP
Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

জার্মানি আক্রমণের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস৷ বুধবার প্রকাশিত এ ভিডিওতে জার্মানি আক্রমণের হুমকির পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকেও এক হাত নিয়েছে আইএস-এর হয়ে কথা বলা দুই তরুণ৷ ইসলামি জঙ্গি সংগঠনের ওই দুই সমর্থক ভিডিওতে জার্মান ও আরবি ভাষায় কথা বলেছেন৷ এদিকে বুধবারই স্টুটগার্ট শহর থেকে দুই আইএস সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতায় আইএস-এর এই জার্মানি আক্রমণের হুমকির খবরটি শেয়ার করা হয়৷ অনেক পাঠক-বন্ধুই মন্তব্য করেছেন সেখানে৷ নির্বিচারে মানুষ হত্যা আর বর্বরতার জন্য আইএস-এর সমালোচনা করেছেন কয়েকজন৷

জুবায়ের ইসলাম লিখেছেন, ‘‘ওরা (আইএস) যে সন্ত্রাসী এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ ইসলাম মানে শান্তি৷ অথচ তাদের কাজকর্মের শান্তির সঙ্গে কোনো সম্পর্কই নেই৷''

সানজিদা খানও মনে করেন খেলাফত কায়েম করার কথা বললেও আইএস-এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই৷ তাঁর মতে, ‘‘আল্লাহ গুনাহগারদের ক্ষমা করেন না৷ কাউকে হত্যা করা গুনাহ৷ তার সাজা দোজখ৷ ইসলামে কোনো জায়গায় কারো ক্ষতি করার কথা বলা নেই৷ যে ধর্মে বলা আছে কোনো গরিব প্রতিবেশী না খেয়ে থাকলে তাঁকে খাওয়ানোর পর নিজেকে খেতে হবে, সে ধর্মে মানুষকে হত্যা করার কথা থাকতে পারে না৷''

সানজিদা মনে করেন, ‘‘ওরা (আইএস) নিজে ধর্ম বানিয়েছে, ওদের ধর্ম ইসলাম না৷ ইসলাম যারা অনুসরণ করে তারা দোজখ ভয় পায়৷ আল্লাহ তাদের সাজা দেবেন৷''

মনিরুজ্জামান আইএস-এর হুমকিকে খুব এক গুরুত্ব দেননি৷ তিনি মনে করেন, আইএস হুমকি দিলেও জার্মানি আক্রমণ তারা করবে না৷ তাঁর ভাষায় ‘‘জঙ্গিরা এটা করবে না৷ যত গর্জে তত বর্ষে না৷ এই আক্রমণে ওদের অস্তিত্ব বিলীন হবে৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য