1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্তানবুলে আত্মঘাতী হামলায় ২২ জন আহত

৩১ অক্টোবর ২০১০

রবিবার তুরস্কের ইস্তানবুল শহরে এক আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ২২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জন পুলিশ কর্মী ও বাকি ১২ জন নিরীহ মানুষ৷

https://p.dw.com/p/Pv0B
হামলার পর ঘটনাস্থলের দৃশ্যছবি: picture alliance/dpa

শহরের কেন্দ্রস্থলে তাক্সিম স্ক্যোয়ারে আধুনিক তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কেমাল আতাতুর্কের এক সৌধের কাছে তখন অনেক পুলিশ মোতায়েন ছিল৷ শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়৷ অতএব মনে করা হচ্ছে আততায়ীর মূল লক্ষ্য ছিল পুলিশ বাহিনী৷ শহরের পুলিশ প্রধান হুসেইন চাপকিন বলেন, আততায়ীর মরদেহ পরীক্ষা করে মনে হচ্ছে সে ছিল এক পুরুষ৷ তিনি আরও জানান, আহতদের মধ্যে দু'জনের অবস্থা সংকটজনক৷

হামলার ঠিক পরেই প্রত্যক্ষদর্শীদের অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় ঘটনাস্থলের দৃশ্যের ভিডিও তোলে৷ তাতে দেখা যাচ্ছে এক নারীর পা থেকে রক্ত বেরিয়ে আসছে ও এক পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় পড়ে আছে৷ তার মাথার ক্ষতও রক্তাক্ত৷ এক ট্যাক্সি চালক সিএনএন তুর্ক টেলিভিশন চ্যানেলকে বলেন, হামলার ঠিক আগে ৩০ থেকে ৩৩ বছর বয়স্ক এক পুরুষ পুলিশের কাছে গিয়ে কোনো পথের খোঁজ করছিল৷ ঠিক তখনই বিস্ফোরণ ঘটে৷ আরেক প্রত্যক্ষদর্শীর মতে, দুই ব্যক্তি সেসময়ে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছিল৷ বোমার সংখ্যা নিয়েও কিছুটা বিভ্রান্তি দেখা যাচ্ছে৷ কারণ ঘটনাস্থলে আরও একটি বোমা বা বোমার অংশ পাওয়া গেছে৷

Flash-Galerie Anschlag in Istanbul 31.10.2010
আকাশ থেকে তোলা তাক্সিম স্ক্যোয়ারের দৃশ্যছবি: AP

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশের সন্দেহের তীর কুর্দি সংগঠন বা আল কায়েদার জঙ্গিদের দিকে৷ রবিবারের ঘটনার সময় তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান দেশের দক্ষিণ পূর্বে কুর্দি প্রধান মারদিন এলাকা সফর করছিলেন৷ তাঁর নিজের শহরে আত্মঘাতী হামলার খবর শুনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এর্দোয়ান বলেন, ‘‘যারা তুরস্কের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলবে, তাদের বরদাস্ত করা হবে না৷''

ইস্তানবুলে এর আগেও হামলা ঘটেছে৷ ২০০৩ সালের নভেম্বর মাসে আল কায়েদার আত্মঘাতী হামলায় ৬২ জন নিহত হয়েছিল৷ নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, রবিবারের হামলায় পিকেকে'র ছাপ দেখা যাচ্ছে৷ তবে গত মাসে পিকেকে একতরফা অস্ত্রবিরতির ঘোষণা করেছে৷ শনিবারই পিকেকে জানিয়েছিল, যে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যথাসময়ে জানানো হবে৷ আফগানিস্তানে আল কায়েদা জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগে সম্প্রতি তুরস্কের পুলিশ কয়েক'শো ব্যক্তিকে আটক করেছে৷ রবিবারের হামলা সেই অভিযানের প্রতিক্রিয়া কি না, সেবিষয়েও কিছু জানা যায় নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই