1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জন্ম নিলো আলট্যাবা

১০ জানুয়ারি ২০১৭

ইয়াহু নতুন রূপে আবির্ভূত হতে চলেছে৷ নতুন এই কোম্পানির নাম হবে ‘আলট্যাবা ইনক্লুসিভ'৷ আর নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সংস্থার সিইও মারিসা মেয়ার৷

https://p.dw.com/p/2VYxM
ইয়াহু
ইয়াহুর সিইও মারিসা মেয়ারছবি: picture-alliance/AP Photo/J. Jacobson

ইয়াহু-র ডিরেক্টর এরিক ব্র্যান্ট-এর চেয়ারম্যান হতে যাচ্ছেন৷ মাত্র ১০ মাস আগে ইয়াহুতে যোগ দিয়েছিলেন তিনি৷ সোমবার ইয়াহু ইনক্লুসিভের পক্ষ থেকে জানানো হয়, ইয়াহুর নতুন নামকরণ হয়েছে৷ তারা জানায়, ইয়াহুর ভেরিজোন কমিউনিকেশন ইনক্লুসিভের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ইয়াহুর ভেরিজোনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে বলা হয়েছিল, এই তথ্য প্রযুক্তি সংস্থা তাঁদের কোর ইন্টারনেট ব্যবসা, যার মধ্যে রয়েছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ই-মেল এবং মিডিয়া অ্যাসেট, সেটা ভেরিজোনের কাছে ৪৮০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করে দেবে৷

ভেরিজোনের সঙ্গে যে শর্তে চুক্তি হয়েছিল, হয় সেটার পরিবর্তন করা হবে, না হলে বাতিল ঘোষণা করা হবে৷

এছাড়া ভেরিজোনের সঙ্গে চুক্তি শেষের সঙ্গে সঙ্গে সংস্থার আরও পাঁচ ডিরেক্টর পদত্যাগ করবেন বলে জানা গেছে৷ যে কয়েকজন ডিরেক্টর থাকবেন তাঁরা চালাবেন আট্যাবাকে৷

নতুন এই নামকরণ থেকে বোঝা যাচ্ছে চীনের ই-কমার্স আলিবাবা গ্রুপ এবং ইয়াহু জাপান কোম্পানিতে ৪ হাজার কোটির বিনিয়োগ করতে যাচ্ছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য