1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনি ইমামের হুমকি বার্তা অ্যামেরিকার বিরুদ্ধে

৯ নভেম্বর ২০১০

ইয়েমেন কী নতুন আরেকটা আফগানিস্তান হয়ে উঠছে? এ প্রশ্ন যখন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে, তখনই এক ইয়েমেনি চরমপন্থী ইমাম অ্যামেরিকানদের হত্যা করার হুমকি দিয়ে ভিডিওবার্তা প্রচার করল সোমবার৷ তার নাম আনওয়ার আল-আওয়ালকি৷

https://p.dw.com/p/Q228
Yemen, Al-Queda, Sana, Threat, USA, CIA, Bank,Texas, Supriyo Bandyopadhyay,dw, ইয়েমেন, আল কায়েদা, সানা, হুমকি, অ্যামেরিকা, জঙ্গি
সন্ত্রাসবাদের নতুন জন্মভূমি ইয়েমেনছবি: DW

কে এই আওয়ালকি

নাগরিকত্ব সূত্রে মার্কিন৷ জন্মসূত্রে ইয়েমেনি এই আনওয়ার আল-আওয়ালকি একজন ইয়েমেনি চরমপন্থী ইমাম৷ আল কায়েদার সঙ্গেও এই ব্যক্তি সম্পর্কিত এবং মার্কিন গোয়েন্দাসংস্থা সিআইএ-র হিটলিস্টে তার নাম রয়েছে, জানাচ্ছে যুক্তরাষ্ট্র সূত্র৷ ওই সূত্রে আরও বলা হয়েছে, এই ব্যক্তি একাধিক সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে৷ সিআইএ ইতিমধ্যেই তার যাবতীয় ব্যঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে৷ সৌদি আরব আর ইয়েমেন ভিত্তিক আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এই ব্যক্তির৷ টেক্সাসের ফোর্ট হুডের মার্কিন বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র এবং গত বছরের ক্রিসমাসে বিমানে বোমা হামলার চেষ্টার সঙ্গেও এই ব্যক্তি জড়িয়ে আছে, বলছে যুক্তরাষ্ট্র৷ ইয়েমেন থেকে পার্সেল বোমা নিয়ে যখন তোলপাড় তখনই একাধিক চরমপন্থী ওয়েবসাইটে এল এই হুমকিবাহী ভিডিও বার্তা৷

কী রয়েছে ভিডিও বার্তায়

তেইশ মিনিটের ভিডিও বার্তায় ইসলামপন্থী এই কালো গোঁফদাড়িওলা ইমামকে দেখা গেছে প্রথাগত ইয়েমেনি পোষাক, কোমরে ছোরা আর মাথায় টুপি পরে থাকতে৷ সে বলেছে, ‘অ্যামেরিকা হল শয়তানের দেশ৷ তাদের হত্যা করতে কোন অনুমতি লাগে না৷' ইয়েমেন সহ অন্যান্য দেশের নেতা যথা আমির, বাদশা বা প্রেসিডেন্ট সকলকেই ‘অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত শাসক' বলে উড়িয়ে দিয়ে এই জঙ্গিনেতা বলেছে, এই অবস্থায় জ্ঞানীব্যক্তিদের দেশ শাসন করতে এগিয়ে আসতে হবে৷ চরমপন্থী ইমাম আল-আওয়ালকির এই বক্তব্যের পর এখনও কোন প্রতিক্রিয়া শোনা যায় নি৷

ইয়েমেন হতে চলেছে আরেকটা আফগানিস্তান

সেরকমই আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা৷ মধ্যপ্রাচ্য আর আফ্রিকা দুটো মহাদেশেই ক্রমশ ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে তৈরি হয়ে আসা জঙ্গিরা৷ জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র সেদেশে রয়েছে একাধিক৷ ওয়ারলর্ডদের হাতে রয়েছে প্রচুর আধুনিক অস্ত্র৷ বিভিন্ন সূত্র থেকে অর্থসাহায্যও পাচ্ছে ইয়েমেনের ইসলামিক জঙ্গি সংগঠনগুলি৷ আফগানিস্তানের দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পাশ্চাত্ত্য শক্তি বেশি মনোযোগ দিচ্ছে, তখন আল কায়েদা তাদের ঘাঁটি ধীরে ধীরে ইয়েমেন সরিয়ে নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সাম্প্রতিক পণ্যবাহী বিমানে পার্সেল বোমা ষড়যন্ত্রও দেখা গেছে ইয়েমেনেই হয়েছে৷ সব মিলিয়ে এবার ইয়েমেনের দিকে আন্তর্জাতিক মনোযোগ ঘুরে যাবে বলেই ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা