1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ই-মেল এ সবাইকে ‘বাঁধছে’ সিঙ্গাপুর

১৯ জুন ২০১০

কর দেওয়া থেকে শুরু করে প্রায় সব সরকারি কাজে কোনো জটিলতা আর রাখছে না সিঙ্গাপুর৷ এ জন্য সবাইকে দেওয়া হচ্ছে একটি ইলেকট্রনিক মেলবক্স৷ যেখানে ই-মেলের মাধ্যমে পৌঁছে যাবে সরকারি সব চিঠি৷

https://p.dw.com/p/NxIQ
ছবি: AP

সিঙ্গাপুরের জনসংখ্যা ৫০ লাখ, এর মধ্যে ১০ লাখই অভিবাসী৷ সরকারের লক্ষ্য, ২০১২ সালের মধ্যেই সবার জন্যই ‘ওয়ান-ইনবক্স' পদ্ধতি চালু করা – যা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে৷ ব্যক্তির জন্য যেমন, তেমনি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও থাকছে মেল বক্স৷

তথ্য প্রযুক্তি বিষয়ক সরকারি দপ্তর ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটি অফ সিঙ্গাপুরের (আইডিএ) এক মুখপাত্র বলেন, ‘‘মেলবক্স সবার সঙ্গে যোগাযোগের জন্য সরকারের একটি মাধ্যম৷'' নিজেদের বেছে নেওয়া ই-মেল ঠিকানায় সবাই পেয়ে যাবেন তার সরকারি চিঠি-পত্র৷ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যাবে অনলাইনেই৷

Symbolbild E-Mail german@dw-worl.de
কলমের জায়গা দখল করেছে কম্পিউটারের কিবোর্ডছবি: DW

ই-মেল পাঠানোর সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে একটি টেক্সট মেসেজ পাওয়ার সুযোগও রয়েছে৷ যা সবাইকে জানিয়ে দেবে, আপনার একটি ডাক এসেছে৷ যার অর্থ মেলবক্স খুলুন৷ এখানে বলে রাখা ভালো, সিঙ্গাপুরে প্রতি ১০০ জনে মোবাইল ফোন রয়েছে ১৩৭টি৷ সংখ্যাটি শত ছাড়িয়ে যাওয়ার কারণ, অনেকের হাতে দুটো, কারো কারো হাতে তিনটি পর্যন্ত মোবাইল দেখা যায়৷

আইডিআই বলছে, ওয়ান-ইনবক্স পদ্ধতিতে পাঠানো সব তথ্যের নিরাপত্তা ব্যবস্থা হবে সুরক্ষিত৷ ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই৷ আইডিআই এবং অর্থ মন্ত্রণালয় এক জরিপ চালিয়ে দেখেছে, সিঙ্গাপুরের ৬৫ শতাংশ মানুষ ই-মেলে তাদের সরকারি চিঠি-পত্র পেতে চান৷ বেসরকারিভাবে চালানো একটি জরিপে দেখা গেছে, এ হার ৬৬ শতাংশ৷

বর্তমানে ট্যাক্স দেওয়া, গাড়ি চালানোয় অনিয়মের জরিমানা, বিদেশিদের থাকার মেয়াদ বাড়ানোসহ কিছু কাজ অনলাইনে করা যায়৷ তবে ‘ওয়ান-ইনবক্স' চালু হলে সব কিছুই হয়ে যাবে অনলাইন৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন