1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার

৯ সেপ্টেম্বর ২০১০

ঈদকে সামনে রেখে বাংলাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে৷ জাতীয় ঈদগাসহ সব মসজিদ ও ঈদগায়ে বসান হয়েছে সিসিটিভি৷ আর তল্লশীর জন্য আর্চওয়ে গেট৷

https://p.dw.com/p/P7yS
ঈদ উপলক্ষ্যে জাকাত দেওয়া হচ্ছেছবি: AP

পুলিশ কমিশনার বলছেন, নাশকতার আশংকা না থাকলেও তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন৷

ঢাকার জাতীয় ঈদগা ময়দান এরমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে দয়া হয়েছে৷ চলছে পুলিশের তল্লাশী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং৷ এই ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ পড়বেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ দেশের শীর্ষ ব্যক্তিরা৷ তাই তাদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ – জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শহীদুল হক৷ তিনি জানান মুসুল্লির বেশে গোয়েন্দারাও তৎপর থাকবে৷

শুধু জাতীয় ঈদগা ময়দান নয় অন্যান্য মসজিদ ও ঈদগার নিরাপত্তাও জোরদার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন