1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের আগেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণের আশা

২২ সেপ্টেম্বর ২০১০

ঈদের আগেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণের আশা প্রকাশ করেছে সরকার৷ তবে, সারাদেশে অ্যানথ্রাক্স প্রতিষেধক কার্যক্রম এখনই সম্ভব হবেনা৷ রয়েছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রতিবেদন৷ আর ঢাকায় শাহরুখ খানের সফর নিয়ে খবর৷

https://p.dw.com/p/PIlE
আক্রান্ত গরুর লোম, চামড়া, বা মাংস অ্যানথ্রাক্স রোগ ছড়ানোর উৎস হিসেবে কাজ করে (ফাইল ফটো)ছবি: AP

আলোচনায় অ্যানথ্রাক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মূল শিরোনাম করেছে অ্যানথ্রাক্স নিয়ে৷ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহার আগেই অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে৷ তবে ঈদের আগে সারাদেশে অ্যানথ্রাক্স প্রতিষেধক কার্যক্রম শেষ করা সম্ভব নয়৷ তাই, আপাতত আটটি জেলার আঠারোটি উপজেলায় এই কার্যক্রম চালাচ্ছে সরকার৷

এদিকে, অ্যানথ্রাক্স নিয়ে দুর্নীতির খবর জানিয়েছে দৈনিক সমকাল৷ শিরোনাম, ‘অ্যানথ্রাক্সমুক্ত সনদ নিয়ে ঘুষ-বাণিজ্য'৷ এই রোগের বিস্তার রোধে পশু জবাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সরকার৷ সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু হয়েছে ঘুষ-বাণিজ্য৷

ডয়চে ভেলের ওয়েবসাইটেও রয়েছে অ্যানথ্রাক্স নিয়ে বিশেষ প্রতিবেদন৷ শিরোনাম ‘অ্যানথ্রাক্স'৷ মূলত স্বচ্ছ ধারণা না থাকায় এই রোগ সম্পর্কে আতঙ্ক বাড়ছে৷ তবে, রোগাক্রান্ত ব্যক্তির জরুরি ভিত্তিতে চিকিৎসা অবশ্যই প্রয়োজন৷ আরেকটি বিষয় মনে রাখতে হবে, মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না৷

যুদ্ধাপরাধীদের বিচার

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘নিজামীসহ জামায়াতের চার শীর্ষ নেতার আবেদন খারিজ'৷ '৭১-এর মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারকৃত চার জামায়াত নেতার মুক্তি ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ মঙ্গলবার এই আদালতে হাজির করা হয় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে৷

দেশে বেকার আড়াই কোটি

‘দেশে আড়াই কোটি বেকার'- শিরোনাম দৈনিক ইত্তেফাকের৷ পত্রিকাটির কথায়, বাংলাদেশে বেকারত্ব দিনে দিনে বাড়ছে৷ মোট জনসংখ্যার ১৩ দশমিক চার শতাংশ এখন বেকার৷ বর্তমান বেকারদের মধ্যে আবার ৬৪ শতাংশই কর্মক্ষম যুবক৷

শাহরুখ খানের ঢাকা সফর

দৈনিক কালের কণ্ঠের খবর, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন বলিউড তারকা শাহরুখ খান৷ এই নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই