1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে বাড়ি ফেরায় ভোগান্তি

১০ সেপ্টেম্বর ২০১০

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে মানুষ৷ কিন্তু পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের৷ কারণ সড়ক পথে যানজট, ট্রেনের সময়সূচি ঠিক নেই৷ এছাড়া রয়েছে জলপথে বাহনের অভাব৷

https://p.dw.com/p/P8ks
তীব্র যানজটে ভোগান্তি হচ্ছে বাড়ি ফেরাদেরছবি: picture-alliance/ dpa

এদিকে বৃহস্পতিবার সারা দেশে নয়টি জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে৷ তাতে মারা গেছে ২০ জন৷ আর আহত অন্তত: ৬৬৷ আর বরিশালে একটি সেতুর সঙ্গে ধাক্কা লাগে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে যায়৷ তবে সঙ্গে সঙ্গেই চালক লঞ্চটিকে চরে উঠিয়ে দেয়ায় কোন দু:খজনক ঘটনা ঘটেনি৷

অ্যানথ্রাক্স

লালমনিরহাটে আরও তিনজনের অ্যানথ্রাক্স হওয়ার খবর দিয়েছে প্রথম আলো৷ এ নিয়ে এই জেলায় মোট ৭৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হলো৷ আর রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যানথ্রাক্স সন্দেহে একই পরিবারের তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে৷

হাইকোর্টের রায়

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির সংরক্ষিত বনাঞ্চলে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট৷ পরিবেশবাদী সংগঠন বেলা'র দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দিয়েছে৷ গত বছরের ৫ ফেব্রুয়ারিতে একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি খবর বেরিয়েছিল৷ সেখানে বলা হয়েছিল সোনাইছড়ির বনে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য প্রায় ১৫ হাজার গাছ কাটা হয়েছে৷ এই প্রতিবেদনের ভিত্তিতেই পরে বেলা রিট করেছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার