1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ মাতাবেন হুমায়ূন আহমেদ ও হানিফ সংকেত

১৬ নভেম্বর ২০১০

এবার ঈদ মাতাবেন হুমায়ূন আহমেদ ও হানিফ সংকেত৷ কোরবানি ঈদে অবশ্য রোজার ঈদের চেয়ে টেলিভিশনের পর্দায় নাটক বা অন্য অনুষ্ঠান একটু কমই থাকে৷

https://p.dw.com/p/Q9z2
হুমায়ূন আহমেদছবি: Maskwaith Ahsan

তারপরও বিনোদন চান সকলে৷ ঈদ মানেই আনন্দ৷ আর এই আনন্দের জন্যই যতকিছু৷ লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদকে বছরের অন্য সময়ের চেয়ে ঈদের আগের সময়টা বেশ ব্যস্ত থাকতে হয়৷ এবারও একই অবস্থা৷ তবে হুমায়ুন আহমেদ সব সময় ভালো কিছু করতে চান৷ আর তাই এবারে নাটকের সংখ্যা দিয়েছেন একেবারে কমিয়ে৷ তাঁর পরিচালনায় চ্যানেল আইতে ঈদুল আজহার দিন রাতে নাটক ‘মীরার দিন-রাত্রি'৷ এ নাটকে মীরা চরিত্র অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন৷ আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, শাহেদ শরীফ খান, আব্দুল্লাহ রানা, জুয়েল রানা প্রমুখ৷

হানিফ সংকেত এবারের ঈদে এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন নাটক - ‘আলতা রাঙা মন'৷ হানিফ সংকেত এর প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারের ঈদেও নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন'৷

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি এবারের ঈদে একেবারেই হাতে গোনা৷ ঈদে থাকছে তাঁর ১টি নাটক ১টি টেলিফিল্ম ও ১টি চলচ্চিত্র৷ চ্যানেল আইতে ঈদুল আজহার দ্বিতীয় দিন ওয়ার্ল্ডপ্রিমিয়ার ‘ডুবসাঁতার' চলচ্চিত্র৷ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম