ঈদ মানেই আনন্দ | পাঠক ভাবনা | DW | 29.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঈদ মানেই আনন্দ

নাটোরের লালপুর থেকে রাজীব কুমার মন্ডল লিখেছেন, আজ সকাল থেকেই চলছে ঈদ আয়োজন৷ জমছে বন্ধু বান্ধবদের সাথে মজাই মজা! আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার বন্ধুদের সাথে জমে উঠেছে মিলন মেলা৷

তিনি ডয়চে ভেলে পরিবারের সবাইকে আন্তরিক স্নেহসিক্ত ভালোবাসাময় শুভেচ্ছা জানিয়েছেন৷

মাহবুব আলম, রূপদিয়া, যশোর থেকে তাঁর ইমেলে লিখেছেন, ‘‘ডয়চে ভেলের বাংলা বিভাগের সকলকে ঈদের শুভেচ্ছা..... ঈদ মোবারক৷''
‘‘কার্ড নয়, ফুল নয়, শুধু একটি ইমেলে জানাচ্ছি, আমার প্রিয় ডয়চে ভেলের সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক! '' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷

‘‘সমাজ সংস্কৃতি পাতায় একটি প্রতিবেদন পড়লাম, জানলাম একটি ফুটবল ম্যাচ পাতাতে ঘুস হিসেবে তিন রেফারিকে পতিতা সরবরাহ করেছিলেন এরিক ডিং সি ইয়াং৷ সেজন্য তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ এমন বিষয়ে এমন চমত্‍কার প্রতিবেদন পড়ে এই বিষয়ে অনেক তথ্য পেলাম৷ এছাড়াও এই প্রতিবেদনে বাংলাদেশের যৌনকর্মীদের যৌনপল্লিতে আগমনের কথা চমত্‍কারভাবে ছবিঘরের মাধ্যমে তুলে ধরা হয়েছে৷ এই প্রতিবেদনের জন্যে অনেক অনেক ধন্যবাদ৷'' এই ইমেলটি পাঠিয়েছেন প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ ঈদের দিনটি সবার আনন্দে কাটুক, এই কামনায় বাংলা বিভাগ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন