1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্স প্রতিষ্ঠাতা আসাঞ্জকে নিয়ে ছবি করবে হলিউড

২৩ জানুয়ারি ২০১১

মার্কিন গোপন দলিল ফাঁস করে ব্যাপক আলোচিত জুলিয়ান আসাঞ্জ৷ একদিকে চলছে আইনি লড়াইয়ে তাঁকে কাহিল করার প্রক্রিয়া৷ অন্যদিকে, নানা উপায়ে তাঁর আয়ের উৎস বন্ধের প্রচেষ্টা৷ তবে একইসাথে পরিকল্পনা করা হচ্ছে আসাঞ্জকে নিয়ে ছবি তৈরির৷

https://p.dw.com/p/1017j
founder, secret-spilling, website, WikiLeaks, Julian, Assange, police, court, London, উইকিলিক্স, প্রতিষ্ঠাতা, জুলিয়ান, আসাঞ্জ, ছবি, হলিউড
উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জছবি: dapd

মার্কিন দলিল ফাঁস করে খুব সম্প্রতি তারকায় পরিণত হন আসাঞ্জ৷ তবে তারও আগে গত মে মাসে উইকিলিক্স প্রতিষ্ঠাতা আসাঞ্জের সাক্ষাৎকার নিয়েছিলেন অস্ট্রেলীয় সাংবাদিক অ্যান্ড্রু ফাউলার৷ আসাঞ্জকে নিয়ে অনুসন্ধানী জীবনীমূলক বই লিখছেন ফাউলার৷ বইয়ের নাম দেওয়া হয়েছে ‘দ্য মোস্ট ড্যাঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড'৷

৩৯ বছর বয়সি আসাঞ্জের শৈশব থেকে শুরু করে ২০০৬ সালে উইকিলিক্স প্রতিষ্ঠা সবকিছুই থাকছে এই বইয়ে৷ থাকছে বিপুল পরিমাণ মার্কিন কূটনৈতিক ও সামরিক দলিল ফাঁস এবং এর পরবর্তী ঘটনাসমূহও৷ এছাড়া হয়তো উঠে আসবে আসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর মামলার বিস্তারিত রূপ৷ চলতি বছরের শেষ দিকে বাজারে আসার কথা রয়েছে এই বই৷

অথচ বই বাজারে না আসতেই এটির উপর ভিত্তি করে ছবি তৈরির পরিকল্পনা গ্রহণ শেষ৷ যৌথভাবে এই ছবির স্বত্বাধিকারী হচ্ছেন প্রযোজক ব্যারি জোসেফসন এবং মিশেল ক্র্যাম৷ জোসেফসন এবং ক্র্যাম এই ছবির প্রযোজনায় এগিয়ে আসায় হলিউড থেকেই মুক্তি পাবে এই ছবি৷ তবে পরিচালক কে হচ্ছেন কিংবা এই ছবি নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান