1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উচ্ছৃঙ্খলতা, পুলিশকে ফেরত

২৮ জুন ২০১৭

আসন্ন জি-টোয়েন্টি শীর্ষবৈঠকে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যে ২২০ জন পুলিশ কর্মকর্তাকে বার্লিন থেকে  হামবুর্গ পাঠানো হয়েছিল, উচ্ছৃঙ্খল আচরনের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে তাঁদের৷

https://p.dw.com/p/2fZ9s
Berliner Polizisten vom G20-Einsatz zurückgeschickt
ছবি: Picture alliance/dpa/D. Naupold

তারা নাকি মদ্যপান, ভাঙচুর, নগ্ন নৃত্য, এমনকি প্রকাশ্যে সেক্সও করেছেন৷

বার্লিন থেকে আগত পুলিশ কর্মকর্তাদের রাখা হয়েছিল উদ্বাস্তুদের জন্য তৈরি করা একটি আবাসিক কেন্দ্রে৷ বাড সেগেব্যার্গের কাছে এই ‘কনটেইনার ভিলেজে' নাকি টেলিভিশনও না থাকায়, বার্লিনের পুলিশ কর্মকর্তারা সপ্তাহান্তে ‘পার্টি' করে অবসর বিনোদনের চেষ্টা করেন৷ বার্লিনের বি জেড দৈনিকের বিবরণ অনুযায়ী, প্রচুর বিয়ার পান করা হয়, একজন মহিলা অফিসারকে নাকি শুধুমাত্র বাথরোব পরে ও হাতে বন্দুক নিয়ে টেবিলের উপর উঠে নাচতে দেখা যায়৷ পার্টি শেষ হয় ভোর সাড়ে ছয়টা নাগাদ৷ বি জেড সেই পার্টির ও পার্টি শেষে পরিত্যক্ত চেয়ারটেবিলের ছবি ছেপেছে৷

জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' ট্যাবলয়েড পত্রিকাও প্লেন ড্রেস পরা অফিসারদের বিয়ারের বোতল ও শিশা নামের তুর্কি হুঁকা হাতে নিয়ে আনন্দ করার ছবি ছেপেছে৷ ‘বিল্ড' ও অপরাপর জার্মান পত্রিকার খবর অনুযায়ী, এক পুরুষ ও এক মহিলা পুলিশ অফিসার নাকি প্রকাশ্যেই যৌনসঙ্গম করেন৷ এছাড়া পুলিশ কর্মকর্তারা রিফিউজি হাউজিং সেন্টারের বেড়ার সামনে লাইন করে দাঁড়িয়ে প্রস্রাবও করেছেন৷ 

হামবুর্গ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বার্লিনে ফিরে যেতে বলেছে৷ বার্লিন পুলিশের মুখপাত্র টোমাস নয়েনডর্ফ ‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকাকে বলেন, ‘‘ পুলিশ সদস্যদের এই আচরণ বার্লিন পুলিশের জন্য লজ্জাজনক৷'' কিন্তু ‘ডি সাইট পত্রিকার সাক্ষাৎকারে নয়েনডর্ফ-কে বলতে শোনা যায়, ‘‘ওখানে কোনো টেলিভিশন ছিল না বলে ওরা বোর হয়ে গিয়েছিল৷'' তবে তিনি বলেছেন,

‘‘প্রকাশ্যে সেক্স করা কোনোমতেই চলতে পারে না৷''

আগামী ৭ই ও ৮ই জুলাই হামবুর্গে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন৷ সে উপলক্ষ্যে সারা জার্মানি থেকে পুলিশ কর্মকর্তাদের হামবুর্গে আনা হচ্ছে৷ বার্লিনের পুলিশ কর্মকর্তাদের এই উচ্ছৃঙ্খলতা স্বভাবতই টুইটার ব্যবহারকারীদের নজর এড়ায়নি৷ কেউ টুইট করেছেন, ‘বার্লিন পুলিশ / সেক্স অ্যান্ড ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল৷'

আরেক টুইটকারীর মতে এর ফলে বার্লিন পুলিশের জনপ্রিয়তা যতটা বাড়বে, গত ৬০ বছরের জনসংযোগে তা করা সম্ভব হয়নি...

বার্লিন পুলিশের ইতিহাসে কেলেংকারি নতুন কিছু নয়৷‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকা মনে করিয়ে দিয়েছে যে, মাস কয়েক আগে দুই ভাই পুলিশ অ্যাকাডেমির ভিতরে একটি মাদক চক্র চালানোর দায়ে ধরা পড়ে৷ এর ঠিক আগে খবর বেরোয় যে, এক পুলিশ প্রশিক্ষণার্থী আড়ি পাতার সরঞ্জাম চুরি করে তা বেচার চেষ্টা করেছে৷ গত জানুয়ারি মাসে জানা যায় যে, এক পুলিশ কর্মকর্তা নাকি বার্লিন পুলিশে যোগ দেওয়ার আগে সেক্স ফিল্মে অভিনয় করেছেন৷

হামবুর্গের জি-টোয়েন্টি শীর্ষবৈঠকে মোট ২০,০০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ তার মধ্যে বার্লিন থেকে ১,০০০ পুলিশ আসার কথা৷ এবার যে পুলিশ কর্মকর্তাদের ফেরত পাঠানো হলো, তার বদলে অন্য পুলিশ পাঠানো হবে বলে প্রকাশ৷

এসি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)