1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার এই শিশুরা সত্যিই জাদু জানে

৩ মে ২০১৭

জাদু সবসময় বিস্ময় জাগায়৷ যাঁরা জাদুতে পারদর্শী, আমরা তাঁদের জাদুকর বলি৷ সেই অর্থে উত্তর কোরিয়ার এই পাঁচ শিশু নিশ্চয়ই সত্যিকারের জাদুকর৷ তাই তো তাদের এই ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ১৫৮ বার৷

https://p.dw.com/p/2cGZW
1962 J-160E Gibson-Gitarre (John Lennon)
ছবি: picture-alliance/dpa/Juliens Auctions

সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এক দেশ উত্তর কোরিয়া৷ সে দেশের কোনো খবরই সহজে কেউ জানতে পারে না৷ তবে এই পাঁচ শিশুর কথা এখন অনেকেই জানেন৷ এক টেলিভিশন অনুষ্ঠানে এক সঙ্গে গিটার বাজিয়েছিল ওরা৷ পুতুলের মতো শিশুগুলো বসে বসে এত অবলীলায় গিটারে সুরের লহরি তুলেছে যে দেখে সবাই মুগ্ধ৷

যে দেখে সে-ই অবাক হয়ে ভাবে– এত ছোট ছোট বাচ্চারা এত ভালো বাজায় কী করে! কারো কারো জানতে ইচ্ছে করে, ‘‘এত ছোট ছোট হাতে গিটারের এত শক্ত শক্ত তারগুলো থেকে সুর তোলে কী করে?’’ এ আসলে প্রতিভা আর সাধনার যোগফল৷ এই দুয়ের সমন্বয় থাকলে বয়স বা শারীরিক সক্ষমতার অভাব তুচ্ছ করে শিশুরাও যে ‘জাদুকর’ হয়ে উঠতে পারে, এই ভিডিও তারই প্রমাণ৷

এসিবি/এসবি