1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন

২৮ সেপ্টেম্বর ২০১০

ঠিক ৩০ বছর আগে ১৯৮০ সালে সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্কার্স পার্টির৷ কিম জং ইলের কনিষ্ঠ পুত্র কিম জং উন উত্তর কোরিয়ার নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন৷

https://p.dw.com/p/POoo
১১ বছর বয়সে জং উন

কমিউনিস্ট শাসিত দেশটিতে ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন শুরু হল আজ৷ এই সম্মেলনের মূল কারণ হল কিম জং ইলের কনিষ্ঠ পুত্র কিম জং উনের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ৷ মাত্র ২৭ বছর বয়সী জং উনকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে৷ উত্তর কোরিয়ার টেলিভিশন থেকে এ খবর সম্প্রচার করা হয়৷

টেলিভিশন জানানো হয়, ‘‘ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে উল্লিখিত দু'জনকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে৷ কিম কিয়ং হুই এবং কিম জং উন৷''

এই ঘোষণার মধ্যে দিয়েই জাতিকে জানানো হল যে উত্তর কোরিয়ার হাল ধরবেন এখন থেকে কিম জং উন৷ অথচ তিনটি পুত্র সন্তানের মধ্যে এই প্রথমবারের মত জং উনের নাম শোনা যাচ্ছে৷

Nordkorea Nord Korea 1980 Parteitag Flash-Galerie
১৯৮০ সালের ওয়ার্কার্স পার্টির সম্মেলনছবি: AP

সবার মধ্যে প্রতিক্রিয়া

বিশ্লেষকদের মতে, বাবার পদাঙ্ক অনুসরণ করবেন জং উন৷ অমায়িক আর মিশুক বলে পরিচিত নতুন এই নেতা হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশ শাসনের ক্ষেত্রে – এমন কথাও শোনা যাচ্ছে৷

অ্যামেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া নজর রাখছে দেশটির ওপর৷ এর কারণ হল উত্তর কোরিয়ার শুধু দক্ষ সেনাবাহিনী নয়, রয়েছে আণবিক বোমাও৷ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার অনেকটাই নির্ভর করছে উত্তর কোরিয়ার ওপর৷

তবে ১০ই অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্কার্স পার্টি এবং দেশের নতুন নেতা হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন জং উন৷ আর সেদিনই ক্ষমতাসীন দল তাদের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন