1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা

২১ নভেম্বর ২০১০

মার্কিন বিজ্ঞানীকে পারমাণবিক স্থাপনা দেখিয়েছে উত্তর কোরিয়া৷ স্থাপনার আকার এবং সমৃদ্ধি দেখে স্তম্ভিত বিজ্ঞানী৷ সেখানে কয়েকশ’ পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কথা প্রকাশ করলেন নিউইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে৷

https://p.dw.com/p/QEhx
ভূ-উপগ্রহ, ইয়ংবিয়ন, পারমাণবিক কমপ্লেক্স, তোলা, ছবি, North, Korea Yongbyon
ভূ-উপগ্রহ থেকে ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের তোলা ছবিছবি: picture-alliance / dpa

মার্কিন বিজ্ঞানী সিগফ্রিড হেকারের মতোই স্তম্ভিত অ্যামেরিকাসহ সারাবিশ্ব৷ কারণ হেকারের বর্ণনা অনুসারে, এটি একটি অত্যাধুনিক স্থাপনা৷ সেখানে তিনি দেখেছেন কয়েকশ' পারমাণবিক চুল্লি৷ সেগুলোর অনেকগুলোই চালু রয়েছে৷ আবার বেশ কিছু চুল্লি চালু হওয়ার পথে৷ তবে উত্তর কোরিয়ার দাবি, পারমাণবিক চুল্লির সংখ্যা শ'য়ের ঘরে নয় বরং তা প্রায় দুই হাজার৷ আর পিয়ংইয়ং নিজেদের এই অগ্রগতি ঘুরে দেখতে দিয়েছে বিজ্ঞানী হেকারকে৷ তবে এটির কোন ছবি তুলতে দেওয়া হয়নি হেকারকে৷ এছাড়া ইতিমধ্যে নিম্নমাত্রার ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে বলে উত্তর কোরিয়া যে দাবি করে আসছে তা যাচাই করে দেখারও সুযোগ পাননি তিনি৷

অবশ্য, বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেকার একটি প্রতিনিধি দল নিয়ে ঐ পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেন৷ মূলত তাদের নিয়ে যাওয়া হয়েছিল ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে৷ আর সেখানেই শত শত পারমাণবিক চুল্লি দেখেন হেকার৷ তবে হেকার সেখানে খুব অল্প সময় কাটান৷ তাই তিনি এটা নিশ্চিত হতে পারেননি যে ঐ স্থাপনায় শুধুমাত্র নিম্নমাত্রার ইউরেনিয়াম নাকি বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ হচ্ছে৷ তবে একটি সূত্র বলছে, উত্তর কোরিয়ার স্থাপনায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য ব্যবহৃত পি-টু ধারার প্রযুক্তি রয়েছে৷

গত সপ্তাহে হেকার এসব দেখার পর দেশে ফিরেই হোয়াইট হাউসে জমা দিয়েছেন তাঁর তথ্য-উপাত্ত৷ হেকারের বলা এসব কথা প্রকাশ করেছে ‘নিউইয়র্ক টাইমস'৷ তবে পারমাণবিক স্থাপনার সঠিক অবস্থান এখনও জানা যায়নি৷ হেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে ওয়াশিংটন তার মিত্রদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথে এগুচ্ছে বলে খবর পাওয়া গেছে৷ বিশেষ করে চীন যেন উত্তর কোরিয়াকে এ ধরণের কর্মসূচি থেকে বিরত রাখার উদ্যোগ নেয় সেজন্য চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন৷ উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচির উচ্চাভিলাষ থেকে ফেরানোর জন্য ইতিমধ্যে দেশটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিফেন বসওয়ার্থ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা