1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্ধার অভিযান শেষ, অনেক যাত্রীর খোঁজ মেলেনি

১৩ অক্টোবর ২০১০

অবশেষে সাভারের আমিনবাজার তুরাগ নদী থেকে বৈশাখি পরিবহনের বাসটি টেনে তোলা হয়েছে৷ শেষ হয়েছে উদ্ধার অভিযান৷ তিন দিনে উদ্ধারকর্মীরা মোট ১১টি মরদেহ উদ্ধার করেছেন৷

https://p.dw.com/p/Pd2n
ছবি: DW

অনেক যাত্রীর খোঁজ এখনো পাওয়া যায়নি৷ লাশ ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে৷

মঙ্গলবার রাত ১২টায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়৷ তবে কোন নিখোঁজ যাত্রীর লাশ ভেসে উঠলে বা লাশের খবর পাওয়া গেলে, তা উদ্ধারে প্রশাসন সহায়তা করবে বলে জানিয়েছে৷ এজন্য কিছু ছোট উদ্ধার যান এখনো রয়ে গেছে তুরাগ নদীতে- জনালেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া৷

পঞ্চাশ জন যাত্রী নিয়ে রবিবার দুপুরে বাসটি সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজ থেকে তুরাগ নদীতে ছিটকে পড়ে৷এর মধ্যে ৯ জন যাত্রীকে তাৎক্ষনিকভাবে জীবিত উদ্ধার করা গেছে৷ লাশ উদ্ধার করা হয়েছে ১১টি৷ বাকি যাত্রীদের কোন খোঁজ পাওয়া যায়নি৷ স্বজনের কোন খোঁজ না পেয়ে অনেকেই এখনো লাশের অপেক্ষায় রয়েছেন তুরাগের তীরে৷

নিখোঁজ যাত্রীদের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন উদ্ধার কাজে ধীরগতি এবং অবহেলার কারণেই সব লাশ খুঁজে পাওয়া যায়নি৷

উদ্ধার কর্মীদের দাবি তুরাগ নদীতে প্রচন্ড স্রোত আর প্রয়াজনীয় উদ্ধার যান এবং যন্ত্রপাতির অভাবে তারা ঠিকমত কজ করতে পারেননি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার