1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়নশীল দেশের কর্মীদের ন্যায্য মজুরির দাবি বার্লিনে

১২ নভেম্বর ২০১০

ইউরোপের বহু নামি কোম্পানি উন্নয়নশীল দেশে শ্রমিকদের অতিরিক্ত খাটিয়েও উপযুক্ত মজুরি দেয় না বলে অভিযোগ৷ কাজের পরিবেশ নিয়েও তারা তেমন চিন্তিত নয়৷

https://p.dw.com/p/Q6aa
Berlin Demonstranten
বার্লিনে শ্রমিক সংগঠনের মিছিলছবি: AP

জার্মানির মানবাধিকার সংগঠন এবং এন জি ও-প্রতিষ্ঠানগুলো জোর দাবি তুলেছে, ইউরোপিয় ইউনিয়নের শ্রম-কমিশন বিভাগকে এ-বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে৷

ইউরোপের সব দেশেই বহুল পরিচিত পোশাকাদির বিতান এইচ অ্যান্ড এম, সি অ্যান্ড এ, পেক অ্যান্ড ক্লোপেনবুর্গ৷ আছে আরো অনেক দোকান৷ সস্তার ডিপার্টমেন্ট স্টোর্স আলডি বা লিডল্ কিংবা নেটো-তেও পোশাকাদি খুবই সুলভ৷ এইসব পোশাক বাংলাদেশ, ভারত, নেপাল তথা এশিয়ার এবং আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশে তৈরি৷ অবশ্য, তৈরি করায় ইউরোপের বিভিন্ন পোশাক কোম্পানি৷ অতঃপর বিক্রি করে চড়া দামে৷

Symbolbild Stellensuche Bewerbungsschreiben Jobsuche Arbeitslosigkeit NO FLASH
চাকরি প্রার্থীদের ভিড় বাড়ছে দিন দিনছবি: Bilderbox

প্রতিঘন্টার জন্যে একজন শ্রমিকের যা প্রাপ্য ইউরোপে, সেই তুলনায় যৎসামান্যই পেয়ে থাকে উন্নয়নশীল দেশের শ্রমিকরা৷ তাদের কাজের নিরাপত্তা নেই৷ স্বাস্থ্য বীমা নেই৷ এমনকি, কাজের পরিবেশও প্রাকৃতিক নয়৷

জার্মানির মানবাধিকার সংগঠন এবং জার্মানির এন জি ও সংস্থাগুলি ইউরোপের কোম্পানির বৈষম্যমূলক আচরণে তীব্র আপত্তি জানিয়ে ইউরোপিয় ইউনিয়নের শ্রম-কমিশনের কাছে দাবি করেছে বিষয়টি সুরাহার৷

জার্মানওয়াচ প্রেশার গ্রুপের সহকারী পরিচালক কর্নেলিয়া হেডেনরিশ বলেন, ইউরোপিয়ান কোম্পানি ইউরোপে যে সুযোগসুবিধা দিয়ে থাকে, উন্নয়নশীল দেশেও একই নীতি পালনীয়৷ অন্যথা হতে পারেনা৷ এর জন্যে আমরা জোর লড়াই করছি৷

বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের চত্বরে মানবাধিকার সংগঠন এবং এন জি ও সংস্থার কর্মীরা সমবেত হয়ে সোচ্চার হলেন ইউরোপের সেই সব কোম্পানির বিরুদ্ধে যারা উন্নয়নশীল দেশে সস্তা মজুরিতে কাজ করায়৷ ইউরোপিয় ইউনিয়নের শ্রম-কমিশনের কাছে তারা ইউরোপের শ্রমবাজারের শ্রমমূল্য রক্ষার দাবি জানান৷ বাংলাদেশের গার্মেন্টসের শ্রমিকরা অধিক শ্রম করেও কেন ন্যায্য মূল্য পায়না,তার জন্যেও জার্মানদের আন্দোলন৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক