1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা চেয়ারম্যান হত্যাকারীদের গ্রেফতার করা হবে: আশরাফ

৯ অক্টোবর ২০১০

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুকে হত্যার যড়যন্ত্র সরকার প্রধান জানতেন৷

https://p.dw.com/p/PaBC
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই হত্যাকান্ড ঘটান হয় বলে তিনি অভিযোগ করেন৷

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন হত্যাকারী যেই হোক তাকে গ্রেফতার করে শাস্তি দেয়া হবে৷

খন্দকার দেলোয়ার শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সানউল্লাহ নুরের ওপর হামলার সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়৷ বিএনপিকে শেষ করে দেয়ার নীল নকশা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে৷ তাকে হত্যার প্রতিবাদে রোববার ঢাকা ছাড়া সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি৷ ঢাকায় বিক্ষাভ হবে মঙ্গলবার৷

অন্যদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সানাউল্লাহ নুরের হত্যাকারীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে৷ ওই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে৷ ভিডিও ফুটেজ ধরে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে৷ তিনি বলেন পাবনার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়নি সরকার৷ তারা সবাই কারাগারে৷ এক্ষেত্রেও কাউকে ছাড় দেয়া হবেনা৷

কার্যনির্বাহী কমিটির বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার ও গ্রেফতারের বিষয়েও আলোচনা হয়৷ সৈয়দ আশরাফ বলেন যুদ্ধাপরাধী যাকেই যখন যেখানে পাওয়া যাবে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে৷

শনিবার বড়াইগ্রামে জানাজা শেষে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুরের দাফন সম্পন্ন হয়েছে৷ রোববার পুরো নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক