1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও জার্মান অস্ত্র

ব্যার্ন্ড গ্রেসলার / এসবি১০ আগস্ট ২০১৩

কাতার ও সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির কারণে জার্মান সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর আরও কঠিন হচ্ছে৷ তবে মিশরকে আপাতত অস্ত্র বিক্রি করা হচ্ছে না৷

https://p.dw.com/p/19NBB
BERGEN, GERMANY - MAY 02: A German army Leopard 2-A6 heavy tank participates a maneuver May 2, 2006 in Bergen, Germany. The German Armed Forces, the Bundeswehr, though originally intended to be defensive only by the German constitution, are deployed in various regions around the world today. The Bundeswehr acts in prevention and crisis intervention missions under international command and usually under UN mandate. Politicians have re-defined defense as guarding the security of Germany practically anywhere in the world. (Photo by Ralph Orlowski/Getty Images)
Kampfpanzer Leopard 2 A6ছবি: Getty Images

জার্মান সরকার ২০১৩ সালে পারস্য উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে প্রায় ৮১ কোটি ৭০ লক্ষ ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির ছাড়পত্র দিয়েছে৷ সরকার স্বেচ্ছায় এই তথ্য প্রকাশ করেনি৷ বামপন্থি দলের এক সাংসদের প্রশ্নের উত্তরে অর্থনীতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে৷ ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ হিসেবে জার্মানি নতুন রেকর্ড-এর পথে এগোচ্ছে৷ কারণ জার্মানির নিরাপত্তা পরিষদ তাদের গোপন বৈঠকে এ সব দেশকে ১৪০ কোটি ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমতি দিয়েছে৷ বছরের প্রথমার্থেই এই সব সিদ্ধান্তের ফলে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জার্মানি থেকে আধুনিক সামরিক সরঞ্জাম কিনতে পারবে৷ ক্ষুদ্র রাষ্ট্র কাতারই সাড়ে তেষট্টি কোটি ইউরো মূল্যের অস্ত্র কিনছে৷

Bildnummer: 60117776 Datum: 14.06.2013 Copyright: imago/Jens Jeske DEU, Deutschland, Germany, Dresden, 14.06.2013: Bundesparteitag der Partei DIE LINKE im International Conference Center (ICC). Hier Jan van Aken, MdB DIE LINKE und Spitzenkandidat seiner Partei für die Bundestagswahl 2013. Parteitag Die Linke People Politik GER xcb x0x 2013 quer Linkspartei Linke Parteitag Bundesparteitag Politik politics Politiker politician quer horizontal
‘ডি লিংকে'-র প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইয়ান ফান আকেনছবি: imago/Jens Jeske

তবে এ সব দেশে ঠিক কোন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা হচ্ছে বা তার সংখ্যাই বা কত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ সেটা জানতে আগামী বাৎসরিক রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ তবে সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী কাতার ৬২টি ‘লেপার্ড ২' সাঁজোয়া গাড়ি পাচ্ছে৷

মানবাধিকার নিয়ে দুশ্চিন্তা

জার্মানির বামপন্থি দল ‘ডি লিংকে'-র প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইয়ান ফান আকেন সরকারের অস্ত্র রপ্তানি নীতির তুমুল সমালোচনা করেছেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, দাবি করা হয় যে জার্মানির অস্ত্র রপ্তানি সংক্রান্ত নীতিমালা নাকি খুবই কড়া৷ কোনো দেশের মানবাধিকার পরিস্থিতিও নাকি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মানদণ্ড৷ অথচ পররাষ্ট্র নীতি সংক্রান্ত স্বার্থ দেখিয়ে প্রায়ই বাকি নিয়মের তোয়াক্কা করা হয় না৷ তিনি আরও মনে করিয়ে দেন, যে পারস্য উপসাগরীয় দেশগুলির মানবাধিকার পরিস্থিতি মোটেই প্রশংসার যোগ্য নয়৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কাতারে বন্দিদের নিপীড়ন, নারীদের অধিকারের অবমাননা, মত প্রকাশের অধিকার খর্ব করার নানা ঘটনার উল্লেখ রয়েছে৷

সৌদি আরবের পরিস্থিতি আরও ভয়াবহ৷ সে দেশে বন্দিদের উপর ঢালাও শারীরিক নির্যাতনের অভিযোগ করে আসছে অ্যামনেস্টি সহ একাধিক সংগঠন৷ অথচ জার্মানি চলতি বছরেই এখনো পর্যন্ত ১১ কোটি ৮০ লক্ষ ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমতি দিয়েছে৷ জার্মান অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রতি সৌদি আরবের আগ্রহ বেড়েই চলেছে৷

Bundeswirtschaftsminister Philipp Rösler (FDP) spricht am 11.06.2013 auf dem Tag der Deutschen Industrie in Berlin. Im Laufe der Veranstaltung spricht auch noch Bundeskanzlerin Merkel und der SPD-Kanzlerkandidat Steinbrück. Foto: Tim Brakemeier/dpa / Eingestellt von wa
জার্মান অর্থনীতি বিষয়ক মন্ত্রী ফিলিপ ব়্যোসলারছবি: picture-alliance/dpa

মিশরকে আপাতত কোনো অস্ত্র নয়

সৌদি আরব ও কাতারের মতো স্বৈরতান্ত্রিক দেশে জার্মান অস্ত্র রপ্তানিকে ঘিরে বিতর্কের শেষ নেই৷ ২০১১ সালের শুরুতে প্রতিবেশী দেশ বাহরাইনে গণবিদ্রোহ দমন করতে দুই দেশই সৈন্য ও সাঁজোয়া গাড়ি পাঠিয়েছিল৷ সৌদি কর্তৃপক্ষ দেশের মধ্যেও কড়া হাতে প্রতিবাদ দমন করে থাকে৷ জার্মান সাংসদ ফান আকেন-এর মতে, যে সব কারণে তালেবান-এর সমালোচনা করা হয়, সে সব কারণ সৌদি আরবের ক্ষেত্রেও খাটে৷

এ বিষয়ে প্রশ্ন করা হলে জার্মান অর্থনীতি বিষয়ক মন্ত্রী ফিলিপ ব়্যোসলার বলেন, জার্মান সরকার অস্ত্র রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করে থাকে৷ যেমন মিশরের অশান্ত পরিস্থিতির কারণে সে দেশকে আপাতত কোনোরকম অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে সার্বিক নীতির যে ব্যতিক্রম ঘটছে না, তা বলা কঠিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য