1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উরুগুয়ের সাথে ফ্রান্সের গোলশূন্য ড্র

১২ জুন ২০১০

কেপটাউনের গ্রিন পয়েন্টে শুরুতেই ভক্তদের হতাশ করলো ফ্রান্স৷ শেষ দশ মিনিট মাত্র ১০ জন খেলোয়াড় ছিল উরুগুয়ের দলে৷ তারপরেও জয় মেলেনি ফ্রান্সের ভাগ্যে৷ শুক্রবার গ্রুপ এ’র প্রথম খেলা শেষ পর্যন্ত গোলশূন্যই রয়ে গেল৷

https://p.dw.com/p/Np2K
উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে শুক্রবারের খেলার একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: AP

প্রথমেই বলি হতভাগ্য নিকোলা লদেরোর কথা৷ ফুটবল বিশ্ব তাঁকে স্মরণ করবেন অনেকদিন, কারণ ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রথম লালকার্ড পাওয়ার ঘটনা তিনিই ঘটালেন৷ শুক্রবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের ৮১ মিনিটে এই লালকার্ড পান লদেরো৷ আর মাঠ থেকে লদেরোর বিদায়ের কারণেই শেষ পর্যন্ত ১০ জন খেলোয়াড় নিয়েই ফ্রান্সের বিরুদ্ধে লড়তে হলো উরুগুয়েকে৷

খেলা শুরুর মাত্র সাত মিনিটেই গোল করার প্রথম সুযোগটি পান ফ্রঙ্ক রিবেরি৷ প্রতিপক্ষের দু' খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতরে ঢুকে আড়াআড়িভাবে বল ঠেলে দেন৷ কিন্তু সতীর্থদের আর কেউ পা ছোঁয়াতে পারেননি ঐ বলে৷ ফলে বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায় বল৷ এরপরের আরো কয়েকটি সুযোগও কাজে লাগাতে পারেননি রিবেরি কিংবা তাঁর সতীর্থরা৷ অন্যদিকে, উরুগুয়ের প্রধান ভরসা ছিল ফার্নান্দো মুসলেরা এবং লুই সুয়ারেজ৷ কিন্তু হতাশই করলেন সবাই৷

Fußball WM Weltmeisterschaft Uruguay Frankreich Flash-Galerie
চলতি আসরে রেফারি প্রথম লালকার্ড দেখাচ্ছেন নিকোলা লদেরোকেছবি: AP

শুরুর ম্যাচের এই পরিণতিতে কী আর বলবেন রেমঁ দমেনেক৷ ফরাসি এই কোচের কণ্ঠে তাই হতাশার সুর, ‘‘এই ম্যাচে জয় না পাওয়াটা বেশ হতাশাব্যঞ্জক৷'' ‘‘চূড়ান্ত মুহূর্তে সম্ভবত আমরা যথেষ্ট শান্ত থাকতে পারিনি কিংবা সূক্ষ্মতা আনতে পারিনি৷ উরুগুয়ে খুব ভালোভাবেই নিজেদের সুরক্ষা করেছে এবং এক্ষেত্রে তাদের নৈপুণ্যও ছিল বেশ,'' বলেন দমেনেক৷ এখন দমেনেকের সামনে নতুন চ্যালেঞ্জ মেক্সিকো৷ পাঁচদিন পর মেক্সিকোর বিরুদ্ধে লড়তে হবে আর তারপরেই স্বাগতিকদের মোকাবিলা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী