1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ঈদ উদযাপন

১১ সেপ্টেম্বর ২০১০

শরতের সকালে হাজার মানুষের ভিড় ঠেলে খণ্ড খণ্ড মিছিলের গন্তব্য ছিল জাতীয় ঈদগাহ৷ সকাল ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হলেও সবাই ঈদগাহে আসতে শুরু করেন কাকডাকা ভোর থেকে৷ জাতীয় ঈদগাহে হাজির হয়েছিলেন নানা বয়সি মানুষ৷

https://p.dw.com/p/P9up
Muslim, Eid, বাংলাদেশ, ঈদ, Bangladesh
ফাইল ছবিছবি: AP

সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়৷ ঈদগাহে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের রাস্তায় দাঁড়িয়ে ঈদের জামায়াতে শরিক হন৷ আগের রাতে হয়ে যাওয়া ভূমিকম্পের আতঙ্ক ও উৎকণ্ঠা মোনাজাতে তুলে ধরেন নামাজের ইমাম৷ এ ধরনের দুর্যোগের হাত থেকে দেশবাসীকে রক্ষার প্রার্থনাও জানানো হয় পরম করুনাময় সৃষ্টিকতার কাছে৷

সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধান বিচারপতি ফজলুল করিম, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও ঢাকার মেয়র৷ নামাজ শেষে মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়৷ মোনাজাতের পর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, করেন কোলাকুলি৷ নামাজের পর ঈদগাহ পরিণত হয় এক মিলনমেলায়৷ শিশুরাও বাদ যায়নি তাতে৷ দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রার্থনা করা হয়েছে৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ এ সময় তিনি বলেন, এবার দ্রব্যমূল্য ছিল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে৷ আইন শৃঙ্খলাও ভালো ছিল৷ এছাড়া বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা