1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ.আর.রহমানের ঝুলিতে এবার গ্র্যামি অ্যাওয়ার্ড

১ ফেব্রুয়ারি ২০১০

‘মাদ্রাজের মোৎসার্ট’ আবারও তার দেশকে গর্বিত করলেন৷ এবার শুধু একটি নয় – দুই দুইটি গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি৷

https://p.dw.com/p/LoXc
‘জয় হো’ রহমান!ছবি: AP

৫২ তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, ভারতীয় এই প্রখ্যাত সূর-স্রষ্টা এই দুইটি অ্যাওয়ার্ড পান৷ ২০১০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য তিনি দুইটি বিভাগে মনোনীত হন৷ আর তা তিনি জয়ও করেন৷

৪৪ বছর বয়সি এই বিখ্যাত সুরকার একটি চলচ্চিত্রের সুর সংকলন এবং ‘স্লাম ডগ মিলিনিয়ার' চলচ্চিত্রের ‘জয় হো' গানটির জন্য পুরস্কার পান৷ চলচ্চিত্রের এই গানটির জন্য তিনি অবশ্য বিখ্যাত গীতিকার গুলজার এবং তানভি শাহের সাথে এ পুরস্কার ভাগ করে নেবেন৷

উৎফুল্ল রহমান বলেন, তিনি কখনও স্বপ্নেও এত বড় সম্মান পাবার কথা ভাবেননি৷ তিনি এ পুরস্কারের জন্য সৃষ্টিকর্তাকে, তাঁর সুফি শিক্ষকদের, ‘স্লামডগ মিলিনিয়ার' চলচ্চিত্রের সবাইকে এবং তাঁর পুরো দলকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ এর আগে তিনি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন যার মধ্যে রয়েছে – দুটি অস্কার, ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বিএএফটিএ), সমালোচকদের পছন্দের পুরস্কার এবং গোল্ডেন গ্লোব৷

১৯৯২ সালে এ.আর.রহমান প্রযোজক মণি রত্নমের তামিল ছবি ‘রোজা'র মধ্য দিয়ে তার পেশা জীবন শুরু করেন এবং এর পর তাঁকে আর পেছনে ফিরে দেখতে হয়নি৷

প্রতিবেদন: আসফারা হক, সম্পাদনা: সঞ্জীব বর্মন