1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইডস চ্যারিটি বলনাচের আসরে এবারের অতিথি হুপি গোল্ডবার্গ

২৯ মার্চ ২০১০

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী হুপি গোল্ডবার্গ ১৭ জুলাই ভিয়েনার ঐতিহ্যবাহী বলনাচের আসরে বিশেষ অতিথি হচ্ছেন৷ এই আসর দিয়েই এবার উদ্বোধন করা হবে বিশ্ব এইডস সম্মেলন৷

https://p.dw.com/p/MgaA
হলিউডের খ্যাতনামা অভিনেত্রী হুপি গোল্ডবার্গছবি: Ap

এই বলনাচ আসরের বয়স হল এবার ১৮ বছর৷ এ হল গিয়ে ফ্যাশন, পার্টি, বলনাচ মিলিয়ে এক উজ্জ্বল শো৷ আর এই শোটাকেই ব্যবহার করা হচ্ছে ভিয়েনায় বিশ্ব এইডস সম্মেলনের উদ্বোধনীর জন্য৷ এই সম্মেলন বসবে ১৮ তেকে ২৩ জুলাই৷

সংগঠক গেরি কেসলার সাংবাদিকদের বলেন, তিনি গোল্ডবার্গের ভক্ত৷ তাঁর খোলামেলা, শান্ত এবং রসিক স্বভাব তাঁকে মুগ্ধ করেছে৷ হলিউডের এই কৌতুক অভিনেত্রী ভিয়েনার সিটি হলে অনুষ্ঠেয় জমকালো এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রকাশ করেছেন৷ অভিনেত্রী শ্যারন স্টোন, মডেল লিন্ডা ইভাঞ্জেলিস্টা এবং সংগীতশিল্পী এলটন জন ও আনাস্তাসিয়ার মত সব খ্যাতনামা তারকা ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও উপস্থিত থাকবেন এই চ্যারিটি অনুষ্ঠানে৷ উল্লেখ্য, ক্লিন্টনের ফাউন্ডেশন এইডস সংক্রান্ত কাজকর্মের জন্য অর্থ দিয়ে থাকে৷ গতবছর লাইফ চ্যারিটি বলনাচের আসর থেকে প্রায় ১.৫ মিলিয়ন ইউরো অর্থ সংগ্রহ করা হয়েছিল৷ প্রতিবছর এই রোগ প্রতিরোধে এবং আক্রান্তদের সাহায্য করতে সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হয়ে থাকে৷

ভিয়েনায় অনুষ্ঠেয় এবারের এইডস সম্মেলনে অংশ গ্রহণ করবেন পঁচিশ হাজার বিশেষজ্ঞ, ডাক্তার এবং নীতি নির্ধারক৷ এইডস প্রতিরোধের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি এবং এইডস রোগের কারণ বলে পরিচিত এইচআইভি ভাইরাস প্রতিরোধ ও তার চিকিৎসা নিয়ে তাঁরা আলোচনা করবেন৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ-আল ফারূক