1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই নিয়ে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জকোভিচ

৩০ জানুয়ারি ২০১১

ব্রিটেনের অ্যান্ড্রু মারে'কে ৬-৪, ৬-২ ও ৬-৩ সেট'এ হারিয়ে সার্বিয়ার নোভাক জকোভিচ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন৷ ৭৫ বছরে ব্রিটেনের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে মারে'র এই টুর্নামেন্ট জেতার স্বপ্ন পূর্ণ হলো না৷

https://p.dw.com/p/107Qo
সার্বিয়ার নোভাক জকোভিচছবি: picture alliance/dpa

২০০৮ সালেও পুরুষদের ফাইনালে জয় হয়েছিল জকোভিচ'এর৷ রবিবার তিনি এই জয় উৎসর্গ করলেন নিজের পরিবার ও সার্বিয়ার মানুষের জন্য৷ বললেন, ‘‘সার্বিয়ায় আমার দেশের মানুষের জন্য অনেকদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না৷ কিন্তু আমরা প্রতিদিন দেশকে ইতিবাচক আলোকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি৷'' ট্রফি নেওয়ার সময় জকোভিচ প্রতিদ্বন্দ্বী মারে'র উদ্দেশ্যে বলেন, ‘‘গত দু'সপ্তাহের খেলার জন্য আমি অ্যান্ডিকে অভিনন্দন জানাতে চাই৷ গত দুই বছরেই ও এখানে ফাইনাল খেলেছে৷'' উল্লেখ্য, জুনিয়ার ম্যাচের দিনগুলি থেকেই জকোভিচ ও মারে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু৷ ফলে বন্ধুর দুঃখে জকোভিচও পুরোপুরি আনন্দ উপভোগ করতে পারছেন না৷

Andy Murray Rede
মারে’র ভাগ্যটা ভালো যাচ্ছে নাছবি: AP

এবারের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল আরও একটি কারণে মনে রাখার মতো৷ গত ৩ বছরে রাফায়েল নাদাল বা রজার ফেডেরার ফাইনালে খেলেছিলেন৷ এই প্রথম দু'জনের কেউই উপস্থিত ছিলেন না৷ তবে সোমবার নতুন করে যে এটিপি ব়্যাংকিং প্রকাশিত হবে, তাতে বিশ্বসেরাদের তালিকায় নাদাল ও ফেডেরার'এর পর তৃতীয় স্থানে থাকবে জকোভিচ'এর নাম৷

মারে এখনো নিজের দুর্ভাগ্য কাটাতে পারছেন না৷ গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন'এ এবং ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস ওপেনে ফেডেরার'এর কাছে সরাসরি সেট'এ তাঁকে হারতে হয়েছিল৷ গত বছর মেলবোর্নে নিজের কান্না চেপে রেখে তিনি ব্রিটিশ ফ্যানদের কাছে ক্ষমা চেয়েছিলেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক