1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই ভিডিওটি ‘দূর্বল' হৃদয়ের মানুষদের জন্য নয়

২৫ ফেব্রুয়ারি ২০১৬

পাহাড়ের এবড়োখেবড়ো পথ বেয়ে সাইকেল চালানো আর মাঝে একবার ৭২ ফুট দীর্ঘ ফাঁকা স্থান ব্যাক-ফ্লিপ করে পার হওয়ার দৃশ্য দেখার সাহস আপনার আছে?

https://p.dw.com/p/1I2Nn
DW Euromaxx Kenny Belaey Slackline EINSCHRÄNKUNG
ছবি: Nathan Polis

জানি রোমাঞ্চ যাঁদের প্রিয় তাঁরা এটি সানন্দেই দেখবেন৷ কিন্তু যাঁরা মনে করেন তাঁদের হার্ট হয়ত একটু দুর্বল তারা ভিডিওটি না দেখলেই ভালো৷

ভিডিওতে নিউজিল্যান্ডের কেলি ম্যাকগেরিকে সাহসী এই কাজ করতে দেখা যাচ্ছে৷ ২০১৩ সালে ‘রেড বুল ব়্যাম্পেজ' নামক মাউন্টেন বাইক প্রতিযোগিতায় এই পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি৷ ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় দুই কোটি ৯০ লক্ষ বার৷

১৯৮২ সালে জন্মে নেয়া ম্যাকগেরি ২০০৬ সালে মাউন্টেন বাইকিংয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন৷ চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিন নিউজিল্যান্ডের দুর্গম এক এলাকায় বাইকিং করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য