1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি স্তন কেটে এক লাখ রিঙ্গিট জরিমানা

১৭ জানুয়ারি ২০১১

ভুল চিকিৎসার জন্য গুনতে হলো এক লাখ রিঙ্গিট৷ যা প্রায় ৩১ হাজার ২৫০ ডলারের সমান৷ স্তন ক্যান্সার হয়েছে মনে করে চিকিৎসক এক রোগীর বাম স্তন কেটে ফেলেন৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে এই ক্ষতিপূরণ পেলেন রোগী৷

https://p.dw.com/p/zyaL
স্তন ক্যান্সারের এখন অনেক উন্নত চিকিৎসা থাকলেও ভুল চিকিৎসার শিকার হন সিলভারানি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে ইপোহ নগরী৷ সেখানকার সরকারি হাসপাতালে ২০০৫ সালে পেটের পীড়া চিকিৎসায় ভর্তি হন টি সিলভারানি৷ ৫৬ বছর বয়সি এই মহিলা রোগীর বাম স্তনে কিছু একটা সমস্যা আছে বলে মনে হয় চিকিৎসকের কাছে৷ কিছুটা অস্বাভাবিক মাংসের দলা খুঁজে পান সেখানে৷

Deutschland EU Währung Euro und Dollar
ভুল চিকিৎসার জন্য গুনতে হলো এক লাখ রিঙ্গিট৷ যা প্রায় ৩১ হাজার ২৫০ ডলারের সমান৷ছবি: AP

রীতিমতো সিলভারানির শরীর থেকে কোষ কেটে পরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেন যে, সেটি ক্যান্সার আক্রান্ত মাংসের দলা৷ কিন্তু ক্যান্সার থেকে বাঁচানোর উদ্দেশ্যে বাম স্তন কেটে ফেলার পর জানা যায় যে আসলে সেটি ক্যান্সার ছিল না৷

দুই সন্তানের জননী সিলভারানি খুব চটে যান৷ ২০০৮ সাল তিনি মামলা ঠুকে দেন আদালতে৷ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল এবং অস্ত্রোপচারকারী চিকিৎসকদেরকে আসামি করেন এই রোগী৷ ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন বিশ লাখ রিঙ্গিট অর্থাৎ ৬২৫ হাজার ডলার৷ মামলা চলে বহুদিন৷

তবে এতো মোটা অঙ্কের ক্ষতিপূরণ থেকে রেহাই পেতে রোগীর সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করে আসামি পক্ষ৷ শেষ পর্যন্ত সোমবার এক লাখ রিঙ্গিট জরিমানা দিয়ে একটি সমঝোতায় পৌঁছতে সক্ষম হয় উভয় পক্ষ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন